Yami Gautam Love Story : পরিচালক আদিত্য ধরের সঙ্গে কীভাবে প্রেম শুরু হল ? রহস্য ফাঁস ইয়ামি গৌতমের
হিমাচল প্রদেশের বাড়িতে একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে চুপিসারে বিয়েটা সেরে ফেলেন ইয়ামি গৌতম। ঘটনাটা সকলের সামনে তখন আসে, যখন অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি দেন।
![Yami Gautam Love Story : পরিচালক আদিত্য ধরের সঙ্গে কীভাবে প্রেম শুরু হল ? রহস্য ফাঁস ইয়ামি গৌতমের Yami Gautam Opens Up on Her Love Story With Aditya Dhar, know in details Yami Gautam Love Story : পরিচালক আদিত্য ধরের সঙ্গে কীভাবে প্রেম শুরু হল ? রহস্য ফাঁস ইয়ামি গৌতমের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/21/363415abe9c318125dcea8ed29a0d608_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : গত ৪ জুন পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড নায়িকা ইয়ামি গৌতম। ভক্ত থেকে পরিচিত, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের এই সম্পর্কের কথা। সবাইকে চমকে দিয়ে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। একেবারেই ঘরোয়া অনুষ্ঠান এবং ঘনিষ্ঠদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে চার হাত এক হয় ইয়ামি এবং আদিত্যর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'বালা' অভিনেত্রী সেই রহস্য ফাঁস করলেন যে, কীভাবে বা কবে পরিচালক আদিত্য ধরের সঙ্গে তাঁর প্রেমের কাহিনি শুরু হয়।
সাক্ষাৎকারে ইয়ামি বলেন, ''উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক" ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই ছবির প্রোমোশন চলাকালীনই পরিচালক আদিত্য ধরের সঙ্গে প্রেমটা শুরু হয়। তবে, সেই সময়টাকে আমি ঠিক ডেটিং বলতে পারব না। কারণ, সেই সময়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করি। তবে হ্যাঁ, ওই সময়ে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তখন থেকেই আমরা একে অপরের ভালো লাগা, খারাপ লাগা সম্পর্কে জানতে শুরু করি।
হিমাচল প্রদেশের বাড়িতে একেবারেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে চুপিসারে বিয়েটা সেরে ফেলেন ইয়ামি গৌতম। ঘটনাটা সকলের সামনে তখন আসে, যখন অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি দেন। এই প্রসঙ্গে ইয়ামি বলেছেন, "আমার এটা ভেবেই দারুণ লাগছে যে, সাংবাদিকরাও কিছু টের পাননি। শুধু তাই নয়, তাঁরা ঘটনাটা বিশ্বাসও করতে পারছিলেন না বলে আমাদের অনেকেই মেসেজ করেন। আসলে, আমরা দুজনেই ব্যক্তিগত জীবনটাকে গোপনে রাখতে এবং নিজের মতো করে কাটাতে পছন্দ করি। আমরা তেমন জুটি নই যাঁরা আউটিংয়ে যেতে খুব পছন্দ করেন।''
কেন তিনি পরিচালক আদিত্য ধরকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ? কেনই বা তাঁর মনে হল আদিত্যই তাঁর জীবনের পুরুষ হতে পারেন ? এই প্রসঙ্গে ইয়ামি গৌতম বলেন, "এটা আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়। যখন কোনও মানুষকে আমরা কাছ থেকে জানা শুরু করি। যখন সেই ব্যক্তির পরিবার সম্পর্কে জানতে শুরু করি। তখন আমরা প্রত্যেকেই দেখি সেই ব্যক্তি আমার ভালো লাগা, খারাপ লাগাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এটা জরুরি নয় যে, সেই ব্যক্তির সঙ্গে আমাদের সব পছন্দ এক হতে হবে। আমি আদিত্যকে ভালোবাসার পাশাপাশি সম্মানও করি। আর আমার মনে হয়, যে কোনও ভালোবাসার ক্ষেত্রেই একে অপরের প্রতি সম্মান থাকাটা খুবই জরুরি। যেটা আমাদের মধ্যে রয়েছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)