Yash-Nusrat: নুসরতের সঙ্গে 'ব্যস্ত দিন' কাটালেন যশ, কী করলেন দুই তারকা?
Tollywood Celebrity Updates: একে অপরের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তেমনই একটি ভিডিও পোস্ট করলেন যশ ও নুসরত।
মুম্বই: টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহান (Nusrat Jahan) । দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রির মতোই নজরকাড়ে তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি। একে অপরের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তেমনই একটি ভিডিও পোস্ট করলেন তাঁরা। 'ব্যস্ত দিন' কাটানোর মুহূর্ত শেয়ার করলেন।
">
">
যশ-নুসরতের 'ব্যস্ত দিন' কেমন?
এদিন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তিনি নুসরত জাহানকে ট্যাগ করে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তারকা টেনিস খেলতে ব্যস্ত। সঙ্গে লিখেছেন, 'টিম এবং নুসরত জাহানের সঙ্গে একটা ব্যস্ত দিন।' দুই তারকার টেনিস খেলার ভিডিওতে উচ্ছ্বসিত নেটিজেনরা। তাঁরাও কমেন্টে নিজেকের প্রতিক্রিয়া জানিয়েছেন।
">
আরও পড়ুন - Rohit Shetty: চলতি বছর বলিউডের লক্ষ্মীলাভ নিয়ে বিস্ফোরক রোহিত শেট্টি