Yash Nusrat: অষ্টমী সন্ধ্যায় বেনারসি সাজে যশ-নুসরত, প্রদীপের আলোয় চিরতরুণ প্রেম!
Yash Nusrat on Puja: আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, গাঢ় বেগুনি শাড়িতে সেজেছেন নুসরত
কলকাতা: গতবছর যখন দুর্গাপুজোয় মাতোয়ারা কলকাতা, তখন তাঁর প্রেমকে গোপনেই রেখেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তবে এখন একরত্তি ছেলেকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। শুধু কী সংসার, সামলাচ্ছেন অভিনয় এবং সাংসদ হওয়ার দায়িত্বও। পুজোর অষ্টমীর দিন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র সঙ্গে সাবেকি সাজে ফ্রেমবন্দি হলেন নুসরত। উৎসব যখন মধ্যগগনে, তখন যেন নতুন করে একে অপরের প্রেমে পড়লেন টলিউডের সবচেয়ে চর্চিত জুটি।
আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, গাঢ় বেগুনি শাড়িতে সেজেছেন নুসরত। খোলা চুল, কানে টানা দুল, হাতে পুজোর থালা নিয়ে গভীর চোখে যশের দিকে তাকিয়ে হাসছেন নুসরত। অন্যদিকে যশ পরেছেন বেনারসি কাজের ধুতি। গাঢ় সবুজ ধুতির সঙ্গে একই রঙের কাজকরা পাঞ্জাবি পরেছেন অভিনেতা। এই ছবি শেয়ার করে অনুরাগীদের অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।
View this post on Instagram
এর আগে, সপ্তমীর দিন বসিরহাটের পুজোয় গিয়েছিলেন নুসরত। ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছিলেন নায়িকা। কিন্তু সাংসদ হওয়া বড় দায়। নায়িকা হওয়াও। সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই ছবির কমেন্টবক্স ভরল বিরূপ মন্তব্যে। মুসলমান হয়ে তাঁর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেন অনেকেই। নেটিজেনরা অনেকেই লেখেন, 'যিনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, তিনি অন্যদের ধর্মকে কি করে সম্মান করবেন!"