এক্সপ্লোর

Entertainment Year Ender 2023: দীপিকা, রহমান থেকে নানা পটেকর... ২০২৩ সালে বিতর্কে জড়িয়েছেন যে তারকারা

Year Ender 2023: নতুনের পথ প্রশস্ত করতে অতীত থেকে 'শিক্ষা' নেওয়া প্রয়োজন। ফিরে দেখা যাক চলতি বছরে কোন কোন তারকা জড়ালেন বিতর্কে। নতুন বছরে অবশ্য এরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, সময় বলবে!

কলকাতা: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। শেষ হবে ২০২৩ (Year Ender 2023)। পুরনোকে বিদায় জানিয়ে গোটা বিশ্ব মেতে উঠবে নতুনের আগমনে। নিয়ম মেনে এবারও বছর শেষে তাই হিসেব কষতে বসা একাধিক পাওয়া, না পাওয়ার। তেমনই হিসেব করা বিতর্কেরও! বিনোদন দুনিয়ার মানুষ প্রায়ই নানা ধরনের বিতর্কে জড়ান (Entertainment Controversies)। সময় ও পরিস্থিতির দৌলতে কোন কোন বিতর্ক এবছর হয়েছে, কারা কারা জড়ালেন তাতে? দেখা যাক এক ঝলকে...

দীপিকা পাড়ুকোনের 'বেশরম রং'

বছরের শুরুতেই মুক্তি পায় শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'পাঠান' (Pathaan)। ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang) মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জড়ান 'রং' বিতর্কে। দর্শকের একাংশ যখন দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে, তাঁর নাচে মুগ্ধ-মশগুল, তখন আরও একদল বিকিনির মতো পোশাকে এই বিশেষ রঙকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। এই গান, গানের অংশ বারবার ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। দেশজুড়ে একাধিক দক্ষিণপন্থী সংগঠন পোস্টারে আগুন লাগানোর মতো কর্মকাণ্ড করতে থাকেন। সেন্সর বোর্ডের নির্দেশে এরপর খানিক বদল ঘটানো হয় ওই নির্দিষ্ট পোশাক পরিহিত গানে ও দৃশ্যে।

এখানেই শেষ নয়। বছরের শেষ ভাগে এসেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন দীপিকা। কর্ণ জোহর সঞ্চালিত 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan Season 8) অনুষ্ঠানের সিজন ৮-এ এসে স্বামী রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে সম্পর্কের প্রথম দিকের কথা বলেন অভিনেত্রী। সেই সময় তিনি 'অন্যান্য পুরুষদের' সঙ্গেও সময় কাটিয়েছেন, এবং কেন, তা নিয়ে আলোচনা করেন অভিনেত্রী। যার ফলে সোশ্যাল মিডিয়া থেকে জোটে বিস্তর সমালোচনা। দীর্ঘদিন ধরে তারকা অভিনেত্রী ট্রোলের শিকার হয়েছেন। 

প্রভাসের 'আদিপুরুষ' ঘিরে 'মহাকাব্যিক' ক্ষোভ

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ছিল ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। একাধিকবার পিছিয়ে যায় ছবির মুক্তি। বারবার দর্শকের থেকে সময় চেয়ে নিয়ে তাঁদের দুর্দান্ত সিনেমা উপহার দেওয়ার কথা দিয়েও হয়নি শেষরক্ষা। 'রামায়ণ'-এর সিনেম্যাটিক অ্যাডপটেশন, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মুক্তির দ্বিতীয় দিন থেকেই। দুর্বল চিত্রনাট্য, মনে না ধরার মতো অভিনয়ের সঙ্গে দর্শকদের ক্ষুব্ধ করে তোলার মতো সংলাপ, সেই সঙ্গে 'অসম্মানজনক' ও 'খারাপ' গ্রাফিক্স। ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই অভিনেতা প্রভাস প্রবলভাবে সমালোচনার শিকার হন, বিতর্কে জড়ায় ছবির গোটা টিম, বিশেষত সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির। রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা প্রকাশ্যেই এই ছবির সমালোচনা করেন। 

'ওহ মাই গড' (২) অক্ষয় কুমার!

প্রভাসের 'আদিপুরুষ' ছবি নিয়ে বিতর্কের জের ছিল সুদূরপ্রসারী। হিন্দু মহাকাব্য নিয়ে তৈরি এই ছবি যখন সমালোচনার মুখে, তখন এরপরেই মুক্তি পেতে চলা অক্ষয় কুমারের (Akshay Kumar) 'ওহ মাই গড ২' (Oh My God 2) নিয়ে আগেভাগেই সতর্ক হতে চায় সেন্সর বোর্ড। ছবিটি মূলত যৌন শিক্ষা নিয়ে তৈরি কিন্তু তাতেও থিমে ধর্মীয় ছোঁয়া স্পষ্ট। ফলে এই ছবি মুক্তির আগে 'রিভিশন' হয়। ফলস্বরূপ ২৭টি বদলের কথা বলা হয় ছবিতে, করা অডিও ও ভিজ্যুয়াল বদল, এবং সেন্সর বোর্ড থেকে দেওয়া হল 'A' ছাড়পত্র। এই পরিমাণ বিধিনিষেধ নির্মাতাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল, কারণ এই ছবির মাধ্যমে তাঁরা স্কুলে যৌনশিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছিলেন। 

সলমন খানের 'ড্রেস কোড' (মহিলাদের জন্য)

বলিউডের ভাইজান, সলমন খান (Salman Khan), বিতর্ক তাঁর চিরসঙ্গী। চলতি বছরেও তার অন্যথা হয়নি। বছরের শুরুর দিকে মুক্তি পায় 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। এই ছবির অন্যতম অভিনেত্রী ও নবাগতা পলক তিওয়ারি এক সাক্ষাৎকারে জানান যে সলমন খানের ছবির সেটে মহিলাদের জন্য বিশেষ 'ড্রেস কোড' আছে, যা সকলকে মানতেই হয়। সলমন খানকে উদ্ধৃত করে তিনি বলেন, 'আমার সেটে যে কোনও মেয়ের নেকলাইন এখান পর্যন্ত (কলারবোনের দিকে আঙুল দেখিয়ে) হওয়া উচিত'। অভিনেত্রী জানান তাঁকে ফুল হাতা টি, জগার্স পরে পুরোপুরি ঢাকা জামাকাপড় পরে বের হতে দেখে তাঁর মা জিজ্ঞেস করেছিলেন 'এত ভাল সেজেছ কেন হঠাৎ?' তাতে অভিনেত্রী উত্তর দেন, 'সলমন স্যারের সেটে নিয়ম'। তাতে অভিনেত্রীর মা খুশিই হয়েছিলেন। যদিও ভাইজানের এই মন্তব্য তাঁকে অজস্র সমালোচনার মুখে ঠেলে দেয়। সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্দেশ্য 'ভুল' নয়, প্রমাণ করতে গিয়ে এক অনুষ্ঠানে সলমন বলেন, 'আমি মনে করি একজন মহিলার শরীর অনেক বেশি মূল্যবান, তাই যতটা ঢাকা থাকবে, আমি মনে করি তত ভাল।' যদিও এতে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের পরিমাণ আরও বেড়ে যায়। 

অনুরাগীকে 'চড়' নানার, সত্যিই কি?

শ্যুটিং চলাকালীন এক অনুরাগী সেলফি তুলতে এসে 'চড়' খান বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের (Nana Patekar Slap Case) হাতে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বেশ কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়, তারপর পরিচালক অনিল শর্মা পোস্ট করে জানান যে এটি সিনেমার একটি দৃশ্য। তিনি পরিষ্কার বলেন, 'নানা কাউকে থাপ্পড় মারেননি, বরং ওটা আমার ছবির একটি দৃশ্য।' বেনারসের রাস্তায় চলছিল ছবির শ্যুটিং। ছবির দৃশ্য অনুযায়ীই নাকি অভিনেতা ওই ছেলেটিকে চড় মারেন, যা কেউ ক্যামেরাবন্দি করে পোস্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, আলাদা একটি ভিডিওয় নানা পটেকর জানান যে তিনি একজন অচেনা ছেলেকে চড় মেরেছেন, কিন্তু তাঁকে তিনি ভুলবশত সেই অভিনেতা ভেবেছিলেন। তিনি বলেন, 'আমি জানি না কে ছিলেন তিনি। আমি ভেবেছিলাম উনি আমাদেরই টিমের। পরে আমরা জানতে পারি যে তিনি অন্য একজন। আমরা ওঁকে খোঁজার চেষ্টা করি কিন্তু তিনি পালিয়ে যান। বোধ হয়, তাঁরই বন্ধু গোটা অংশটা রেকর্ড করেছেন। আমি আজ পর্যন্ত কোনও ফ্যানকে ছবি তোলার জন্য না বলিনি।'

'অ্যানিম্যাল' বিতর্কে সমালোচিত সন্দীপ

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' (Animal)। রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত এই ছবি মুক্তির দিন থেকে প্রবল সমালোচনার মুখে পড়েছে। দর্শকের এক বিপুল অংশ এই ছবিকে 'পুরুষতন্ত্রের ধ্বজাধারী', 'আলফা মেল' (Alpha Male) শীর্ষক ছবি বলে অভিহিত করেছে। দর্শককে ক্ষুব্ধ করেছে সিনেমার একাধিক দৃশ্য। ছবির পরিচালকও রীতিমতো সমালোচনার শিকার। ছবির মুখ্য চরিত্র, রণবীর অভিনীত রণবিজয়ের স্বভাবচরিত্র নিয়ে বিস্তর হয়েছে কাটাছেঁড়া, তাঁর স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে রশ্মিকা মান্দানাকেও পোহাতে হয়েছে ঝড়। যদিও এই সমস্ত হওয়া সত্ত্বেও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে 'অ্যানিম্যাল', প্রশংসিত হয়েছে ববি দেওলের অভিনয়। এবার এই ছবি মুক্তি পাবে ওটিটি-তে। প্রসঙ্গত, এই ছবির ট্রেলার মুক্তির পর ট্রোল করা হয় রশ্মিকা মান্দানার সংলাপ বলার ধরনকেও। দর্শকের একাংশের মতে তাঁর কথা কিছুই বোঝা যাচ্ছিল না। 

আরও পড়ুন: Entertainment Year Ender 2023: ম্যাথু পেরি, সতীশ কৌশিক, দীনেশ ফড়নিশ ... ২০২৩-এ বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিলেন যাঁরা

বিতর্কের 'লৌহ কপাট'-এ রহমান

'কারার ওই লৌহ কপাট' (Karar Oi Louho Kopat) এই নজরুল গীতি (Kazi Nazrul Islam) বাঙালির কাছে অত্যন্ত পরিচিত, জনপ্রিয় একটি গান। কাজী নজরুল ইসলামের এই গান শুনে রক্ত গরম হয় না এমন বাঙালির সংখ্যা নেহাতই হাতেগোনা। সম্প্রতি এই গানেরই রিমেক করেছেন এ আর রহমান (A R Rahman)। 'পিপা' (Pippa) ছবিতে ব্যবহৃত হয়েছে সেই গান। আর তা নিয়েই ওঠে সমালোচনা ও বিতর্কের ঝড়। যে রহমানকে এতদিন বেশিরভাগ বাঙালি সুরের জাদুকর ভাবতেন, তাঁরাই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত পরিচালকের নিন্দা শুরু করেন। প্রসঙ্গত, গানের পুরো সুরই আমূল বদলে দেন এ আর রহমান। আর তাতেই ক্ষেপে যান সকলে। সংবাদ সংস্থা পিটিআইকে কাজী নজরুল ইসলামের পৌত্র অনির্বাণ কাজী বলেন, 'আমার মা ছবিতে গানটি ব্যবহারের জন্য সম্মতি জানিয়েছিলেন। কিন্তু সুর বদলের সম্মতি দেননি। যেভাবে গানের সুর এবং ছন্দ বদল করা হয়েছে তা ভয়ঙ্কর।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PBKS vs RCB Live: প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দুই দলই, কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংসের মুখোমুখি আরসিবি
প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দুই দলই, কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংসের মুখোমুখি আরসিবি
Mamata Banerjee: সাগরে গভীর নিম্নচাপ, বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা? জানালেন মুখ্যমন্ত্রী
সাগরে গভীর নিম্নচাপ, বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা? জানালেন মুখ্যমন্ত্রী
Weather Updates: ক্রমশ বাড়ছে গতি, ২ দিন ধরে চলবে দুর্যোগ, সন্ধ্যে থেকেই ভাসবে কলকাতা-সহ এই জেলাগুলি
ক্রমশ বাড়ছে গতি, ২ দিন ধরে চলবে দুর্যোগ, সন্ধ্যে থেকেই ভাসবে কলকাতা-সহ এই জেলাগুলি
Multibagger Stock: ৮ মাসেই ১০০০ শতাংশ দাম বেড়েছে এই ৩ স্মলক্যাপ স্টকের, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
৮ মাসেই ১০০০ শতাংশ দাম বেড়েছে এই ৩ স্মলক্যাপ স্টকের, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
Advertisement

ভিডিও

Mamata on Modi: 'আপনি তো আদালতকেও নির্দেশ দেন',শিক্ষা-দুর্নীতি প্রসঙ্গে মোদিকে পাল্টা মুখ্যমন্ত্রীরPM Modi: অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলায় এসে ছাব্বিশের সুর বেঁধে দিলেন মোদিTeacher Protest: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের, প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদেরMamata Banerjee: 'বাংলার দুর্নীতি নিয়ে বলছেন, বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে?' প্রশ্ন মমতার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PBKS vs RCB Live: প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দুই দলই, কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংসের মুখোমুখি আরসিবি
প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দুই দলই, কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংসের মুখোমুখি আরসিবি
Mamata Banerjee: সাগরে গভীর নিম্নচাপ, বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা? জানালেন মুখ্যমন্ত্রী
সাগরে গভীর নিম্নচাপ, বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা? জানালেন মুখ্যমন্ত্রী
Weather Updates: ক্রমশ বাড়ছে গতি, ২ দিন ধরে চলবে দুর্যোগ, সন্ধ্যে থেকেই ভাসবে কলকাতা-সহ এই জেলাগুলি
ক্রমশ বাড়ছে গতি, ২ দিন ধরে চলবে দুর্যোগ, সন্ধ্যে থেকেই ভাসবে কলকাতা-সহ এই জেলাগুলি
Multibagger Stock: ৮ মাসেই ১০০০ শতাংশ দাম বেড়েছে এই ৩ স্মলক্যাপ স্টকের, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
৮ মাসেই ১০০০ শতাংশ দাম বেড়েছে এই ৩ স্মলক্যাপ স্টকের, পকেট ভরেছে বিনিয়োগকারীদের
BSF Jawan At Tarakeshwar: বাড়ি ফিরে তারকেশ্বরে পুজো, মায়ের ইচ্ছে পূরণ করলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ
বাড়ি ফিরে তারকেশ্বরে পুজো, মায়ের ইচ্ছে পূরণ করলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ
Civil Mock Drill: পিছিয়ে গেল নাগরিকদের জন্য 'মেগা মকড্রিল', পঞ্জাবে হবে ৩ জুন, অন্যান্য রাজ্যে কবে? কেনই বা স্থগিত হল?
পিছিয়ে গেল নাগরিকদের জন্য 'মেগা মকড্রিল', পঞ্জাবে হবে ৩ জুন, অন্যান্য রাজ্যে কবে? কেনই বা স্থগিত হল?
IND vs ENG: ইংল্যান্ড সফরে শ্রেয়স নেই কেন? এক লাইনের উত্তরে কী বললেন গম্ভীর?
ইংল্যান্ড সফরে শ্রেয়স নেই কেন? এক লাইনের উত্তরে কী বললেন গম্ভীর?
Emraan Hashmi: ডেঙ্গিতে আক্রান্ত ইমরান হাশমি, বিরতি নিতে হল শ্যুটিং থেকে
ডেঙ্গিতে আক্রান্ত ইমরান হাশমি, বিরতি নিতে হল শ্যুটিং থেকে
Embed widget