Year Ender 2022: রণবীর সিংহের ফোটোশ্যুট থেকে অক্ষয় কুমারের বিজ্ঞাপন, একঝলকে ২০২২-এ বলিউডের বিতর্ক
কখনও কোনও তারকা বিতর্কে জড়িয়েছেন। আবার কোথাও কোনও ছবি বা গানকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছর বলিউডে কোন কোন বিতর্ক তৈরি হয়েছে (Bollywood Controversy 2022)।
কলকাতা: ভালোয়-মন্দয়ে মিলিয়ে মিশিয়ে শেষ হতে চলেছে চলতি বছরটা। চলতি বছরে বলিউডে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। কখনও কোনও তারকা বিতর্কে জড়িয়েছেন। আবার কোথাও কোনও ছবি বা গানকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছর বলিউডে কোন কোন বিতর্ক তৈরি হয়েছে (Bollywood Controversy 2022)।
২০২২-এ বলিউডের বিতর্ক-
১. রণবীর সিংহের ফোটোশ্যুট-
চলতি বছর বিতর্কে জড়ান বলিউড অভিনেতা রণবীর সিংহ। পেপার ম্যাগাজিনের জন্য তিনি একটি ফোটোশ্যুট করেন। এই ফোটোশ্যুটে নগ্ন অবস্থায় দেখা যায় তাঁকে। আর অভিনেতার এই ফোটোশ্যুটকে কেন্দ্র করেই দেখা দেয় বিতর্ক। অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। নারী সম্মানে আঘাত দেওয়ার অভিযোগে মুম্বইয়ের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে রণবীর সিংহ জানান যে, যে ছবি নিয়ে এত বিতর্ক, তা আসলে মর্ফড ছিল।
২. 'পাঠান'-এর গান 'বেশরম রং'-
দীর্ঘ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' মুক্তি পাবে আগামী বছরের একেবারে শুরুতে। ইতিমধ্যেই এই ছবির গান 'বেশরম রং' মুক্তি পেয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ব্যাপকভাবে। গানের একটি দৃশ্যে গেরুয়া রংয়ের মনোকিনিতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। আর তা নিয়েই প্রতিবাদ করেন সমালোচকরা।
৩. নোরা-জ্যাকলিনের আইনি জটিলতা-
২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। এই মামলায় একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দুই অভিনেত্রী। অভিযোগ ওঠে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বহুমূল্যের উপহার পেতেন এই দুই অভিনেত্রী।
৪. বয়কট 'ব্রহ্মাস্ত্র'-
রণবীর কপূর ও আলিয়া ভট্টকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। চলতি বছর মুক্তি পাওয়া এই ছবিকে বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। এর মূল কারণ হিসেবে জানা যায়, ছবির একটি দৃশ্যে রণবীরকে জুতো পরে পুজোয় দেখা যায়। পরবর্তীকালে পরিচালক অয়ন মুখোপাধ্যায় অবশ্যই বিষয়টি পরিস্কার করে দেন।
৫. দ্য কাশ্মীর ফাইলস-
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ''দ্য কাশ্মীর ফাইলস'' মুক্তির আগে থেকে বিতর্ক তৈরি করে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ দুর্দশা দেখানো হয়। আর ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে ছবির বিষয়বস্তুকে কেন্দ্র করে।
৬. লাইগার-
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বলিউডে আত্মপ্রকাশ হয় 'লাইগার' ছবি দিয়ে। এই ছবির ফান্ডিং নিয়ে অভিযোগ ওঠে। তার জন্য ইডির জেরার মুখে একাধিকবার পড়তে হয় অভিনেতাকে। এক কংগ্রেস নেতা দাবি করেন যে, একাধিক রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে নেওয়া অর্থেই এই ছবি তৈরি হয়েছে। আসলে ওই রাজনৈতিক ব্যক্তিরা তাঁদের কালো টাকা সাদা করার জন্য়ই এই ছবিতে বিনিয়োগ করেন।
৭. অক্ষয় কুমার-
বছরের প্রায় শুরুর দিকে এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্কে জড়ান অভিনেতা অক্ষয় কুমারয তাঁকে একটি পানমশলার বিজ্ঞাপনে দেখা যায়। এরপরই অভিনেতার এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। অনুরাগীদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন বলিউডের 'খিলাড়ি'।
৮. সাজিদ খানের 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে যোগদান-
চলতি বছর 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় বলিউডের ছবি পরিচালক সাজিদ খানকে। আগে থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বেশ কয়েকজন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। তাই 'বিগ বস'-এর ঘরে তাঁর প্রতিযোগী হিসেবে প্রবেশের পরই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন - Urfi Javed: 'দেশের মানুষ ঠিক যা দেখতে চেয়েছিল...', ভিডিও পোস্ট উরফি জাভেদের