Yohani Hindi Song: অজয় দেবগনের ছবিতে ‘মানিকে মাগে হিথে’, থাকছে আরও চমক
‘মানিকে মাগে হিথে’...একসময় এই গানের তালে মাতোয়ারা হয়েছিল আসমুদ্রহিমাচল।
কলকাতা: শ্রীলঙ্কান তামিল শিল্পী ইয়োহানির এই বিখ্যাত গান শোনেননি এমন মানুষ পাওয়া মুশকিল। এবার এই ইয়োহানি ডি সিলভা পা রাখছেন বলিউডে। খুব শীঘ্রই তার গলায় শোনা যাবে হিন্দি গান।
অজয় দেবগণের ‘থ্যাঙ্ক গড’ ছবিতে শোনা যাবে হিন্দি ‘মানিকে মাগে হিথে’। তনিষ্ক বাগচীর পরিচালনায় এই গান গেয়েছেন ইয়োহানিই। বেশ মজা করেই গানটি রের্কড করছেন বলে জানিয়েছেন সঙ্গীত পরিচালক তানিষ্ক। ইয়োহানি জানিয়েছেন, হিন্দি ভাষা রপ্ত করাই তার কাছে কঠিনতম চ্য়ালেঞ্জ। তনিষ্ক বাগচী সম্পর্কে তিনি বলেন, ‘‘ওঁর গানের খুব বড় ভক্ত আমি। ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমার স্বপ্ন সফল হয়েছে। আমি অনেক দিন বাড়ি থেকে দূরে রয়েছি, কিন্তু এখানে কেউ আমাকে বাড়ির অভাব বুঝতে দেননি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’’
এর আগে বলিউডের একাধিক হিট গান তনিষ্ক বাগচী উপহার দিয়েছেন তাঁর শ্রোতাদের। তাই এই গান ভক্তদের কতটা মুগ্ধ করে অপেক্ষা সেটাই দেখার।
প্রসঙ্গত, ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অজয় দেবগণ ছাড়াও থাকছেন সিদ্ধার্থ মলহোত্র, রকুল প্রীত সিংহের মতো তারকারা। ছবিটি আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে। তবে ট্রেলার মুক্তি পেতেই আইনি জটে জড়িয়েছে 'থ্যাঙ্ক গড'। সূত্রের খবর, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে খারাপ ভাষা ব্যবহার করছেন। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্রর বিরুদ্ধে আইনজীবী হিমাংশু শ্রীবাস্তবের দ্বারা জৌনপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে ১৮ নভেম্বর।
সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে তিনি মশকরা করছেন ও খারাপ ভাষা ব্যবহার করছেন। পিটিশনে বলা হয়েছে, 'চিত্রগুপ্তকে কর্মের দেবতা হিসাবে গণ্য করা হয় এবং একজন মানুষের ভাল ও খারাপ কাজের রেকর্ড রাখেন। ঈশ্বরের এই ধরনের চিত্রণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।'