Nusrat Jahan Update: 'সবাইকে একসঙ্গে কখনওই খুশি করা যায় না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরতের
Nusrat Jahan Update: বৃহস্পতিবার নিজের ইনস্টা স্টোরিতে একটি ক্যাপশন শেয়ার করেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। পোস্টে লেখা, 'ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি, ইউ আর নট এ জার অফ নিউটেলা'।
কলকাতা: তিনি এখন লাইমলাইটে। নুসরত জাহান। তাঁর বিয়ে, সন্তান, মাতৃত্ব নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি। তবে এই সমস্ত আলোচনার মাঝেও নিজেকে ভাল রাখার বার্তা বারবার দিয়েছেন অভিনেত্রী। তাঁর একাধিক পোস্ট ও ক্যাপশনে ইতিবাচক থাকার কথাই ধরা পড়েছে প্রত্যেকবার। বৃহস্পতিবার তেমনই একটি লেখা শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
বৃহস্পতিবার নিজের ইনস্টা স্টোরিতে একটি ক্যাপশন শেয়ার করেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। পোস্টে লেখা, 'ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি, ইউ আর নট এ জার অফ নিউটেলা'। যাঁর বাংলা করলে দাঁড়ায়, 'তুমি কখনওই সকলকে একসঙ্গে খুশি করতে পারবে না, কারণ তুমি তো নিউটেলার কৌটো নও।'
সম্প্রতি জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে নুসরতের সন্তানের পিতৃপরিচয়। পুরসভার বার্থ সার্টিফিকেটে নুসরত-পুত্র ঈশানের নামের পাশে পদবী লেখা দাশগুপ্ত। বাবার নামের জায়গায় লেখা রয়েছে দেবাশিষ দাশগুপ্ত। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। এই তথ্যই এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে। এই সমস্ত আলোচনা পাশে সরিয়ে নিজের মন ভাল রাখতেই কি তবে এমন পোস্ট অভিনেত্রীর?
গত সোমবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করেছেন যশ দাশগুপ্ত। ফ্লোর থেকে এবিপি লাইভের মুখোমুখি হয়ে যশ বলেছিলেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'
গত শনিবার পুরসভায় গিয়ে একসঙ্গে ভ্যাকসিন নিয়েছেন যশ ও নুসরত। ঈশানের জন্মের শংসাপত্রে কেবল নিজের নাম রেখেছিলেন বলেই দাবি করেছিলেন নুসরত জাহান। তিনি চান, ছোট্ট ঈশান বড় হোক মায়ের পরিচয়েই। অন্য়দিকে একটি অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' সন্তানের পিতৃপরিচয় তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'বাবা কে তা বাবাই জানে।'