Yuvaan: হাতেখড়ি সারা, বই নিয়ে পড়তে বসেছে একরত্তি ইউভান!
হাতেখড়ি হয়েছে আগেই, এবার এক্কেবারে ছবির বই নিয়ে পড়তে বসেছে একরত্তি ইউভান (Yuvaan)! মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরও দিচ্ছে সে! সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিও ভাগ করে নিলেন গর্বিত নায়িকা।

কলকাতা: হাতেখড়ি হয়েছে আগেই, এবার এক্কেবারে ছবির বই নিয়ে পড়তে বসেছে একরত্তি ইউভান (Yuvaan)! মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরও দিচ্ছে সে! সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিও ভাগ করে নিলেন গর্বিত নায়িকা।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় কার্পেটের ওপর বসে রয়েছে ইউভান। সেখানে এ, বি, সি, ডি লেখা। মা শুভশ্রী ইউভানকে প্রশ্ন করছেন, 'হাতি কোথায়?' ছোট্ট ইউভান তার পুতুল হাতিকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু মা শুভশ্রী চাইছেন, কার্পেট থেকে হাতির ছবি খুঁজে বের করুক ইউভান। কিন্তু খুদে ইউভান ভুল করে মায়ের হাতে এগিয়ে দিচ্ছে ঘোড়ার ছবি। একরত্তির এই মিষ্টি ভিডিও দেখে কমেন্টবক্স ভরেছে আদরে।
আরও পড়ুন: Nusrat-Yash: নতুন ছবিতে অচেনা সাজে যশ-নুসরত, থাকছেন 'মন্দার' দেবাশীষও
সরস্বতী পুজোর দিন রাজ চক্রবর্তীর অফিসে বাণীবন্দনায় সামিল হয়েছিলেন গোটা পরিবার। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন শুভশ্রী চক্রবর্তী। হালকা চকোলেট রঙের পাঞ্জাবি বেছে নিয়েছিলেন রাজ। আর ছোট্ট ইউভান সেজেছিল ধুতি আর হালকা নীল পাঞ্জাবিতে। মায়ের কোলে বসেই পুষ্পাঞ্জলি দিল সে। সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে দেখা গেল ডাকের সাজে নয়নাভিরাম প্রতিমাকে। প্রসাদ ফুলে ফলে পুজোর আয়োজনও ছিল নজরকাড়া।
মায়ের কোলে বসেই স্লেটে আঁকিবুকি কাটল ছোট্ট ইউভান (Yuvaan)। পুরোহিতের হাত ধরে নিয়মমাফিক লিখল অ,আ,ক,খ। কেবল রাজ-পরিবারই নয়, এদিন হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে চর্চিত। এদিন রাজের অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল সেই ছবিও।
অন্যদিকে, দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) ও 'ধর্মযুদ্ধ' (Dharma Juddha) মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা। বছর দুয়েক ধরে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন ঠিক করতে চাননি নির্মাতা সংস্থা।






















