Raj Chakraborty Post: ইউভান ও ঈশানের 'প্লে ডেট', রাজ চক্রবর্তীর ক্যামেরায় বন্দি দুই স্টারকিড
Yuvaan and Ishaan: সোশ্যাল মিডিয়ায় মজার একটি ছবি পোস্ট করেন রাজ চক্রবর্তী। দুই মা দাঁড়িয়ে, তাঁদের কোলে দুই একরত্তি। ক্যাপশনে লিখলেন, 'আন্দাজ করুন তো, কে?'
কলকাতা: তারকা সন্তানদের (star kid) নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা চিরকালই খানিক বেশি। তা সে বলিউডেরই (Bollywood) স্টারকিড হোক, বা টলিউডের (Tollywood)। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি বলতেই হয়, তাহলে এখন প্রথমেই মনে আসবে ইউভান (Yuvaan) ও ঈশানের (Ishaan) নাম। এবার তাঁদের 'প্লে ডেট'-এর (Play Date) সাক্ষী থাকল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)।
তারকা পুত্রদের 'প্লে ডেট'
একদিকে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। অন্যদিকে অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের ছেলে ঈশান। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ জনপ্রিয় ইউভান। তাঁর খেলাধুলো থেকে প্রথম স্কুলে যাওয়া, আধো আধো বুলি, বা পড়াশোনা, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ বা শুভশ্রী। নিজেদের পরিবারের আনন্দ ভাগ করে নেন সকলের সঙ্গে। অন্যদিকে, তার জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে গেলেও ঈশানের মুখ কোনওদিনই প্রকাশ্যে আনেননি নুসরত বা যশ।
এদিন সোশ্যাল মিডিয়ায় মজার একটি ছবি পোস্ট করেন রাজ চক্রবর্তী। দুই মা দাঁড়িয়ে, তাঁদের কোলে দুই একরত্তি। ক্যাপশনে লিখলেন, 'আন্দাজ করুন তো, কে?' ক্যাপশনে রহস্য বজায় রাখলেও পিছন থেকে ছবি দেখেও যে কেউ বলে দিতে পারবে যে ফ্রেমবন্দি হয়েছেন দুই তারকা মা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও নুসরত জাহান। এবং স্বভাবতই তাঁদের কোলে ইউভান ও ঈশান।
View this post on Instagram
নেটিজেনদের থেকে উত্তর জানতে চেয়েছিলেন রাজ। পেয়েছেনও অজস্র সঠিক উত্তর। এদিনের ছবিতেও মিলল না ঈশানের মুখের দেখা। কিন্তু দুই পুঁচকের ছবি দেখে কমেন্টবক্স ভরল ভালবাসায়। ইউভানের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে হাজির হয়েছিল খুদে ঈশান, তা বেশ বোঝা গেল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ছবি। এবং বোঝাই যাচ্ছে ব্যস্ত শিডিউলে মাঝে সময় বের করে নিজেদের মধ্যে আড্ডায় মেতে উঠেছিলেন শুভশ্রী, নুসরতও। সঙ্গী অবশ্যই ছিলেন রাজ চক্রবর্তী।