Yuvaan: আঙুল উঁচিয়ে, চোখ পাকিয়ে কাকে কড়া শাসনে রাখছে একরত্তি ইউভান?
Yuvaan Update: ছোট্ট ছেলের এমন কড়া শাসনের ভিডিও দেখে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী ফলক রশিদ রায়। লিখেছেন 'ভীষণ মিষ্টি ইউভান।' ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্তও।
কলকাতা: পরনে বাড়ির টি-শার্ট, প্যান্ট। মাথায় একঢাল এলোমেলো চুল। আঙুল উঁচিয়ে খাওয়া নিয়ে বকাবকি চলছে। কে বলুন তো? বুঝলেন না তো? সদ্য ১ বছর পেরিয়ে আসা পুঁচকে ইউভান (Yuvaan)। আর যাকে নিজের কড়া শাসনে রেখেছে সে বাড়ির পোষ্য, জিলাটো।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাঝে মাঝেই ছেলের নানা কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিন ইউভানকে খানিক অন্য অবতারে দেখা গেল। কড়া শাসন কাকে বলে বুঝিয়ে দিচ্ছে একরত্তি। তার বকুনি শুনে পোষ্য আর অবজ্ঞা করার সাহস পায়নি। চুপচাপ নিজের খাবার খেয়ে নিতে শুরু করে। কিন্তু 'রাগী' ইউভান তাও শান্ত হয় না। প্রচুর বকা দেওয়ার পর শুভশ্রীর আবেদন 'খাচ্ছে তো। ও তো নিজের খাবার খাচ্ছে।'
পুঁচকের কীর্তি দেখে হেসে কুটোপাটি বাড়ির লোকজন। ভিডিও শেষে শুভশ্রীকে বলতে শোনা গেল 'থ্যাঙ্ক ইউ ইউভান'।
View this post on Instagram
ছোট্ট ছেলের এমন কড়া শাসনের ভিডিও দেখে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী ফলক রশিদ রায়। লিখেছেন 'ভীষণ মিষ্টি ইউভান।' ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্তও।
আরও পড়ুন: Iman-Nilanjn Anniversary: বিয়ের প্রথম জন্মদিন, আদুরে পোস্টে একে অপরকে শুভেচ্ছা ইমন-নীলাঞ্জনের