Fact Check Ahmedabad Plane Crash: আমদাবাদের ভিডিও বলে ঘুরছে, সত্যটা কী? জানাল পিআইবি
Fact Check Air India Plane Crash: ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। আর তার মধ্যে একটি পুরনো ভিডিও-ও ভাইরাল হয়েছে এক্স মাধ্যমে।

Fact Check Ahmedabad Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে আমদাবাদে। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭-৮ টেক অফের কিছু সময় পরেই ভেঙে পড়ে। ২৩০ জন যাত্রী ছিলেন এই বিমানে। এছাড়াও ছিলেন ২ জন পাইলট এবং ১০ জন বিমানকর্মী। সব মিলিয়ে মোট ২৪২ জনকে নিয়ে আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিল এই বিমান। কিন্তু টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। আর তার মধ্যে একটি পুরনো ভিডিও-ও ভাইরাল হয়েছে এক্স মাধ্যমে। যিনি ভিডিও শেয়ার করেছেন, তাঁর দাবি ওই ভিডিওতে দেখা যাওয়া মুহূর্ত আমদাবাদে বিমান ভেঙে পড়ার আগের মুহূর্ত। তবে এই তথ্য একেবারেই সঠিক নয়। সেকথা জানিয়ে দিয়েছে পিআইবি। কেন্দ্রীয় সরকারের এই এজেন্সি, প্রেস ইনফরমেশন বুরো সাফ জানিয়েছে, এই ভিডিওর সঙ্গে আমদাবাদের বিমান ভেঙে পড়ার কোন যোগ নেই। পিআইবি- র তরফে জানানো হয়েছে, ২০২৩ সালে নেপালে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, এই ভিডিও সেই ঘটনার। এর পাশাপাশি পিআইবি- র তরফে অফিশিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপরই বিশ্বাস করার কথা বলা হয়েছে।
আমদাবাদের ঘটনা বলে যে ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে সেটি দেখে নিন
अहमदाबाद में क्रैश हुये एयर इंडिया
— Deepak Sharma (@SonOfBharat7) June 12, 2025
क़े प्लेन में आख़री वक्त कोई वीडियो बना रहा रहा था
लेकिन एक ही पल में #planecrash हुआ
और सबकुछ खत्म हो गया ✍️#AirIndia pic.twitter.com/G6pSSgU3I5
এবার দেখে নিন পিআইবি- র তরফে এক্স মাধ্যমে কী বার্তা দেওয়া হয়েছে
सोशल मीडिया पर एक पुरानी वीडियो को अहमदाबाद विमान हादसे से जोड़कर साझा किया जा रहा है। #PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) June 12, 2025
▶️ वीडियो नेपाल में जनवरी 2023 में हुए विमान हादसे की है।
▶️ आधिकारिक स्त्रोतों से प्राप्त सूचनाओं पर ही भरोसा करें।
▶️ अहमदाबाद विमान हादसे से जुड़ी प्रामाणिक जानकारी के… pic.twitter.com/5YUtbGbsa7
বৃহস্পতিবার দুপুরে আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। এখনও পর্যন্ত একজন যাত্রীরই বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। আমদাবাদের সিভিল হাসপাতালের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহি বিমান। ওই হাসপাতালেও মৃত্যু হয়েছে বেশ কয়েকজন চিকিৎসকের। আহত হয়েছেন প্রচুর চিকিৎসক। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত দাঁড়াবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছেন সকলে।




















