Fact Check: বুলডোজার চালিয়ে পরপর মসজিদ ভেঙে ফেলা হচ্ছে ভারতে ! ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
PTI Fact Check: ১১ মার্চ এক্স হ্যান্ডলে জনৈক ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তুর্কিদের বাড়ির মত একটি মসজিদ সমান স্থাপত্য বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।

ফ্যাক্ট চেক: সমাজমাধ্যমে প্রবলভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে একটি তুর্কি রঙের মসজিদের মত স্থাপত্য বুলডোজার (Demolition of Mosque) দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। দাবি করা হচ্ছে যে এটি ভারতে বেআইনিভাবে নির্মিত হয়েছিল, আর সেই কারণেই তা এখন বুলডোজার (Fact Check) চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তবে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে তদন্তে জানা গিয়েছে যে এই ভিডিয়োটি সত্য হলেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। দেখা গিয়েছে এই ভিডিয়োতে আসলে একটি থিম পার্কের বিল্ডিং ভেঙে ফেলার কাজ চলছে এবং তা ভারতে নয়, ইন্দোনেশিয়ার জাভায়। কারণ তা জমির অনুমোদন আইন লঙ্ঘন করেছে, এর সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই।
দাবি
১১ মার্চ এক্স হ্যান্ডলে জনৈক ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তুর্কিদের বাড়ির মত একটি মসজিদ সমান স্থাপত্য বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আর এই ভিডিয়োটি ঘিরে দাবি করা হয় যে তা নাকি ভারতের। এই পোস্টের ক্যাপশনে লেখা হয় 'ভারতে বুলডোজার দিয়ে বেআইনিভাবে নির্মিত মসজিদ ভেঙে ফেলা হচ্ছে'। আর এই পোস্ট করতেই তাতে ২.২ মিলিয়ন ভিউ চলে আসে।
অনুসন্ধান
পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে ইনভিড টুলের মাধ্যমে ভিডিয়োর নানান কিফ্রেম নেওয়া হয় এবং তা গুগল লেন্সের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা হয়। এখানেই প্রকাশ্যে আসে একই দাবি এবং একই ভিডিয়ো বহু মানুষ শেয়ার করেছেন সমাজমাধ্যমে। আরও সার্চ রেজাল্ট নজর করে দেখা যায় ২০২৫ সালের ৭ মার্চ ইউটিউবে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। আর এই ভিডিয়োতে হুবহু একইরকম মসজিদ ভাঙার দৃশ্য রয়েছে সেই ভাইরাল ভিডিয়োটির মত। ভিডিয়োটির টাইটেল দেওয়া ছিল ইন্দোনেশীয় ভাষায়, যার অর্থ হল 'হিবিস্ক ফ্যান্টাসি ট্যুরিজম পার্কের ইতিহাসের এখানেই সমাপ্তি'।
মূল ভিডিয়োটি দেখুন এখানে
দেখা যায় সেই ভাইরাল ভিডিয়ো এবং এই মূল ভিডিয়োর মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এরপরে গুগলে একটি কাস্টমাইজড কিওয়ার্ড সার্চ করে দেখা যায় এই একই ভিডিয়ো ইন্দোনেশিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমও তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে। এই ভিডিয়ো পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে 'ডেমোলিশন অফ দ্য হিবিস্ক ফ্যান্টাসি পানকেক রিক্রিয়েশন সেন্টার, যা কিনা সিসারুয়া এলাকার একটি চা উৎপাদন কেন্দ্রের মাঝখানে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল'।
একইভাবে দেখা যায় এই ভিডিয়োকে ঘিরে রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন ইন্দোনেশিয়াও। ২০২৫ সালের ১১ মার্চ তাদের রিপোর্ট প্রকাশ হয়েছে। এই থিম পার্কটি চা বাগানের মধ্যে গড়ে তোলা হয়েছিল, নির্মাণ আইন ভঙ্গ করেছিল। আর তাই এই স্থাপত্য ভেঙে ফেলা হচ্ছে। ফলে এখান থেকে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভাইরাল ভিডিয়োটি আসলে ইন্দোনেশিয়ার জাভার এই থিম পার্কের, এর সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই।
সংবাদমাধ্যমের রিপোর্ট দেখুন
দাবি
ভারতে একটি বেআইনিভাবে নির্মিত মসজিদ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে।
ফ্যাক্ট
ভাইরাল ভিডিয়োটি আসলে ইন্দোনেশিয়ার জাভার এই থিম পার্কের, এর সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
