Fact Check: উত্তরপ্রদেশে UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষায় গণ টোকাটুকি ! ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Mass Cheating Video: এক্স হ্যান্ডলে এই ভিডিয়োটি শেয়ার করে এক ব্যবহাকারী পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের আইএএস পরীক্ষাকেন্দ্র ! ভারতের প্রশাসনের ভবিষ্যৎ।

Claim: ভিডিয়োতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা চলাকালীন গণ টোকাটুকি চলেছে।
Fact: এই দাবি ভুয়ো এবং মিথ্যা। এই গণ টোকাটুকির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বড়াবন্দীতে এলএলবির একটি পরীক্ষার সময়।
হায়দরাবাদ: সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে একটি পরীক্ষাকেন্দ্রে (Fact Check) পরীক্ষা চলাকালীন গণ টোকাটুকি চলছে। আর দাবি করা হচ্ছে যে এই ঘটনা ঘটেছে উত্তর ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC Exam) পরীক্ষা চলাকালীন।
এই ভিডিয়োতে লক্ষ্য করা যায়, একটা লোক একেকটি শ্রেণিকক্ষে গিয়ে গিয়ে দেখাচ্ছেন যে ঠিক কীভাবে সেই পরীক্ষাকেন্দ্রে গণ টোকাটুকি চলছে। ছাত্র-ছাত্রীরা গাইডবুক, আর উত্তরপত্র নিয়ে বসে পরীক্ষা দিচ্ছেন। এক ব্যক্তি যখন হঠাৎ করেই ছবি তুলতে বা ভিডিয়ো করতে বাধা দেন, সেই সময়েই বন্ধ হয়ে যায় ভিডিয়োটি।
এক্স হ্যান্ডলে এই ভিডিয়োটি শেয়ার করে এক ব্যবহাকারী পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের আইএএস পরীক্ষাকেন্দ্র ! ভারতের প্রশাসনের ভবিষ্যৎ। উত্তর ভারতের আইএএস, আইপিএস অফিসারদের দেখুন। দেখুন ঠিক কারা এবার ভবিষ্যতে দেশ চালাবে। লজ্জা হয় আপনাদের উপরে'।
ফ্যাক্ট চেক
নিউজমিটার অনুসন্ধান করে দেখেছে, এই দাবি ভুয়ো এবং মিথ্যা। এই ঘটনা ঘটেছিল ২০২৪ সালের একটি এলএলবি পরীক্ষার সময়, এটি ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষাকেন্দ্রের ভিডিয়ো নয়। এই ভিডিয়োর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে ২০২৪ সালের ১ মার্চ ইন্ডিয়া টুডে সংবাদপত্রের একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের শিরোনাম ছিল 'নকল করার সময় হাতেনাতে ধরা পড়েছে ছাত্ররা, উত্তরপ্রদেশের এই ভিডিয়ো ভাইরাল'। এই রিপোর্ট অনুযায়ী এই টোকাটুকির ঘটনা ঘটেছিল একটি এলএলবি পরীক্ষা চলার সময়, পরীক্ষাকেন্দ্রে শিক্ষক তত্ত্বাবধায়কদের উপস্থিতি সত্ত্বেও এই ঘটনা ঘটেছিল। উত্তরপ্রদেশের বড়াবন্দী থেকে এই ভিডিয়ো ভাইরাল হয়।
২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি জি নিউজের একটি প্রতিবেদনেও বড়াবন্দীর সিটি ল কলেজে এই এলএলবি পরীক্ষার সময়কালীন গণ টোকাটুকির ঘটনা ধরা পড়েছিল। আর একই কলেজের নাম শোনা গিয়েছিল এই প্রতিবেদনেও। এছাড়া দৈনিক ভাস্কর পত্রিকাও 'বড়াবন্দীতে ধরা পড়ল টোকাটুকি: এলএলবি পরীক্ষা বাতিল' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফেসবুক লাইভে এই গণ টোকাটুকির ভিডিয়ো লাইভ সম্প্রচার করায় এক যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রতিবেদনে জানা গিয়েছে এলএলবি ছাত্র শিবম সিং এই লাইভ স্ট্রিমিং করেছিলেন। ২৭ ফেব্রুয়ারি এলএলবি পরীক্ষার প্রথম শিফটেই এই ঘটনা ঘটেছিল।
ড. রামমনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানেই সেই সময় এলএলবি পরীক্ষা আয়োজিত হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রতিভা গোয়েল একটি তদন্ত কমিটি বসান। সিটি ল কলেজের উপরে ২ লক্ষ টাকার জরিমানা আরোপিত হয় এই অসদুপায়কে প্রশ্রয় দেওয়ার অপরাধে।
আর এই সংবাদ প্রতিবেদনগুলি অনুসারে, এই ভাইরাল ভিডিয়োর দাবি মিথ্যা এবং এই ঘটনা এলএলবি পরীক্ষার, এর সঙ্গে ইউপিএসসি পরীক্ষার কোনও সম্পর্ক নেই। তাই নিউজমিটার ফ্যাক্ট চেক ডেস্ক এটিকে ভুয়ো মিথ্যা বলে দাবি করছে।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
