এক্সপ্লোর
Advertisement
আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 6,000 mAh ব্যাটারি সহ Samsung Galaxy M31
ছাড়াও রিয়ার প্যানেলে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নয়া Galaxy M31 তে Infinity U কাটআউটের সঙ্গে HD+ sAMOLED ডিসপ্লে থাকছে, যা ভিডিও, সিনেমা, ছবি দেখা ও গেম খেলার ক্ষেত্রে ব্যবহারকারীরা খুব উপভোগ করতে পারবেন।
নয়াদিল্লি: আগামী ২৫ ফেব্রুয়ারি Samsung ভারেত নিয়ে আসছে তাদের নয়া স্মার্টফোন Galaxy M31। কোম্পানি সূত্রে জানা গেছে, এই ফোন Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইঠ, ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন ইন্ডিয়া এ অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। এই ফোনের বেশ কিছু ফিচারও ইতিমধ্যেই সামনে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর রিয়ারে থাকছে রেকটাঙ্গুলার ক্যামেরা সেটআপ।
Galaxy M31-তে থাকছে চারটি রিয়ার ক্যামেরা। এছাড়াও রিয়ার প্যানেলে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নয়া Galaxy M31 তে Infinity U কাটআউটের সঙ্গে HD+ sAMOLED ডিসপ্লে থাকছে, যা ভিডিও, সিনেমা, ছবি দেখা ও গেম খেলার ক্ষেত্রে ব্যবহারকারীরা খুব উপভোগ করতে পারবেন। এতে থাকছে 6,000 mAh ব্যাটারি। আর এই শক্তিশালী ব্যাটারি এই ফোনের অন্যতম প্লাসপয়েন্ট।
Galaxy M31 স্মার্টফোনে Exynos 9611,10nm চিপসেট থাকতে পারে। এই ফোনে 6GB পর্যন্ত র্যাম ও 128GB পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ থাকতে পারে।
নতুন Galaxy M31, কোম্পানির Galaxy M30s –র পরবর্তী সংস্করণ বলে মনে করা হচ্ছে। এই ফোন গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে, যাতে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে থাকছে Exynos 9611 প্রোসেসর। One UI ভিত্তিক 9.0 Pie-তে চলবে এই ফোন।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement