এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতা দিবসে তিনটি তেরঙা ফোন নিয়ে আসছে লাভা, এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু ফিচার
স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা লাভা ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের অভিনব উদযাপনের জন্য প্রস্তুত। প্রাউডলি ইন্ডিয়ান স্পেশ্যাল এডিশনের আওতায় লাভা শীঘ্রই তাদের তিনটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা লাভা ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের অভিনব উদযাপনের জন্য প্রস্তুত। প্রাউডলি ইন্ডিয়ান স্পেশ্যাল এডিশনের আওতায় লাভা শীঘ্রই তাদের তিনটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদিও এই ফোনগুলি আগেই লঞ্চ হয়েছে। এবার ওই স্মার্টফোনগুলির তেরঙা রঙে নিয়ে আসা হবে। আসলে দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস অভিনবভাবে উদযাপনের জন্য তাদের তিনটি স্মার্টফোন লাভা জেড ৬১ প্রো, লাভা এ ৫ ও লাভা এ ৯ নতুন করে লঞ্চ করছে। এবার এই তিন ফোন হবে তেরঙা।
দেশের বাজারে লাভা এ ৫-এর দাম ১,৩৩৩ টাকা, লাভা এ ৯-এর দাম ১,৫৭৪ টাকা। প্রাউডলিইন্ডিয়ান স্পেশ্যাল এডিশনের আওতায় নতুন ভাবে এই ফোনগুলি লঞ্চ করা হচ্ছে। এই ফোনগুলির ব্যাক প্যানেল ভারতের জাতীয় পতাকার ডিজাইনে তৈরি করা হয়েছে।
লাভা জেড ৬১ প্রো
এই স্মার্টফোন ডুয়াল সিমের। রয়েছে ৫.৪৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। সেই সঙ্গে দেওয়া হয়েছে ১.৬ অক্টা-কোর প্রোসেসরের সঙ্গে ২ জিবি র্যা ম ও ১৬ জিবি স্টোরেজ। এই স্মার্টফোনে অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ১২৮ জিবির মাইক্রো এসডি-র সাহায্যে স্টোরেজ বাড়ানো যায়। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
লাভা এ ৫
এই স্মার্টফোনও ডুয়াল সিমের। এতে দেওয়া হয়েছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ (২৪০x৩২০) ডিসপ্লে। এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে ১,০০০ এমএইইচ ব্যাটারি। এই ফোন ১২৩ x৫১ x১২.৮৫ মিলিমিটার ডায়মেনশনে বাজারে পাওয়া যাবে।
লাভা এ ৯
এই ফোনে দেওয়া হয়েছে ২.৮ ইঞ্চি কিউভিজিএ (২৪০x৩২০) ডিসপ্লে। রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে ১,৭০০ এমএইইচ ব্যাটারি।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement