এক্সপ্লোর
Advertisement
এমআই ১০ সিরিজের লঞ্চের দিন জানাল Xiaomi, দেখে নেওয়া যাক কিছু সম্ভাব্য ফিচার
স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi এমআই ১০ সিরিজ লঞ্চের তারিখ স্থির করল। আগামী ১৩ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ করবে কোম্পানি। এই স্মার্টফোন লঞ্চ করার আগে কোম্পানির পক্ষ থেকে টিজার প্রকাশও শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, এর কিছু ফিচারও। এই স্মার্টফোনে থাকছে ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি ও USF 3.0 স্টোরেজ ক্যাপাসিটি।
নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi এমআই ১০ সিরিজ লঞ্চের তারিখ স্থির করল। আগামী ১৩ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ করবে কোম্পানি। এই স্মার্টফোন লঞ্চ করার আগে কোম্পানির পক্ষ থেকে টিজার প্রকাশও শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, এর কিছু ফিচারও। এই স্মার্টফোনে থাকছে ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি ও USF 3.0 স্টোরেজ ক্যাপাসিটি। অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে এই ফোন লঞ্চ করা হবে।
বার্সিলোনাতে আগামী মোবাইল কংগ্রেসেও কোম্পানি এই স্মার্টফোন প্রদর্শন করতে পারে। চিনে লঞ্চ করার পর শীঘ্রই আন্তর্জাতিক স্তরে তা লঞ্চ করা হবে। এই ফোনের টক্কর স্যামসাং গ্যালাক্সি s20-র সঙ্গে হবে বলে মনে করা হচ্ছে। Xiaomi-র কাছে এই স্মার্টফোন অত্যন্ত স্পেশ্যাল। গেম খেলতে আগ্রহীদের কাছে এই ফোন অত্যন্ত উপযোগী হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে এর সঙ্গে ওয়ান প্লাস ও আইফোন ৯-এর টক্কর হতে পারে। ফোনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ।
Mi 10 –এর সম্ভাব্য ফিচার
Xiaomi Mi 10 –তে থাকতে পারে ৬.৫ ইঞ্চ ডিসপ্লে, যার রিফ্রেস রেট হবে 90Hz। থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এতে থাকতে পারে NFC সাপোর্টও। সঙ্গে থাকছে ডুয়েল-মোড ৫জি কানেক্টিভিটি। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা এই ফোন ৮জিবি/১২ জিবি RAM থাকতে পারে এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট থাকবে। এর দাম হতে পারে ৩২,৭০০ টাকার মতো।
Mi 10 Pro-র সম্ভাব্য ফিচার
এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, রিফ্রেস রেট 90Hz। পারফরম্যান্সের জন্য এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রোসেসর। ফটোগ্রাফির জন্য থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। থাকতে পারে 66W ফাস্ট-ওয়ার্ড চার্জি ও 40W ওয়ালেস চার্জিং টেকনিক। এই ফোনে থাকতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক MIUI 11। এই ফোনে থাকছে NFC সাপোর্ট, সঙ্গে ডুয়েল-মোড ৫ জি কানেক্টিভিটি।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement