Ideas of India 2025 : ৫০-এর বেশি প্রথিতযশা বক্তা, এবিপি নেটওয়ার্কের Ideas of India 2025-এর মঞ্চে ফের বসছে চাঁদের হাট; কবে ?
ABP Network: সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা এবারও Ideas of India-র মঞ্চ আলোকিত করবে।

নয়াদিল্লি : বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়েছে আক্রমণাত্মক ভূ-রাজনীতি, AI-এর বাড়বাড়ন্ত থেকে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। যেসব বাধা-বিপত্তির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। এই আবহে দেশের সেরা বহুভাষিক খবরের নেটওয়ার্ক ABP Network আয়োজন করতে চলেছে সংস্থার অন্যতম ইভেন্ট Ideas of India-এর চতুর্থ সংস্করণ। ABP Network-এর Ideas of India 2025 শীর্ষক সম্মেলন আয়োজিত হবে ২১-২২ ফেরুয়ারি। বাণিজ্যনগর মুম্বইয়ে বসবে এর আসর।
এবারের ইভেন্টের থিম Humanity’s Next Frontier”। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও মানুষের জ্ঞান এবং উদ্ভাবনের মাধ্যমে গঠিত নতুন বিশ্ব-ব্যবস্থায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়ে আলোচনা হবে Ideas of India 2025-এ। যাতে যোগ দেবেন বুদ্ধিজীবীরা, পরিবর্তনকারীরা। এই শীর্ষক সম্মেলনের লক্ষ্য হল, সেইসব উপায় খুঁজে বের করা যার মাধ্যমে ভারত তার জনসংখ্যা এবং আর্থ-সামাজিক বিষয়কে কাজে লাগিয়ে বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্ব অর্থনীতি, সংস্কৃতি ও অন্য়ান্য বিষয়ে ভালটা বের করে আনবে।
সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা এবারও Ideas of India-র মঞ্চ আলোকিত করবেন। সম্মেলনে যোগ দেবেন মোটিভেশনাল স্পিকার ও লাইফস্টাইল কোচ গৌর গোপাল দাস। যিনি একবিংশ শতকের আধ্যাত্মিক বিবর্তন নিয়ে আলোকপাত করবেন। থাকবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, ভ্রমণ-লেখক পিকো আইয়ার। যিনি নতুন ভ্রমণ এবং সাহিত্যের ইতিহাসের অধ্যায় খুলবেন। সম্মেলনের মঞ্চ আরও আলোকিত করতে থাকছেন উস্তাদ তৌফিক কুরেশি ও বিক্রম ঘোষ। বিজ্ঞান ও প্রযুক্তি জগৎ থেকে থাকবেন ডক্টর. বেঙ্কি রামকৃষ্ণ, ডক্টর. প্রতিমা মূর্তি, ডক্টর গৌতম চট্টোপাধ্যায়. ডক্টর মণীশ গুপ্ত। এছাড়া শশী তরুর, বিশ্বনাথন আনন্দ, প্রকাশ পাডুকোন, লিয়েন্ডার পেজ, গীত শেঠি, রণবীর ব্রার, শাবানা আজমি, অমোল পালেকর, সচিন পাইলট, খান স্যারের মতো বিশিষ্ট মানুষজন-সহ আরও অনেকে।
বক্তারা সাংস্কৃতিক ও সামাজিক সমস্যা, এআই, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি এবং প্রশাসন, পরিবেশবাদ, ব্যবসা, ক্রীড়া প্রযুক্তির মতো বিষয়ে মতামত ব্যক্ত করবেন। এইসব আলোচনার মাধ্যমে, শীর্ষ সম্মেলনে সমাধানগুলিকে অনুপ্রাণিত করার চেষ্টা করা হবে। কারণ ভারত বিশ্বব্যাপী সমুদ্রযাত্রাকে নিয়ে যাচ্ছে ‘Humanity’s Next Frontier’-এর দিকে।
এর আগের তিন Ideas of India দেশ ও বিশ্বজুড়ে বিপুল সমাদৃত হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের মতামত তুলে ধরা হয়েছিল। এবছর জোর দেওয়া হচ্ছে- আধ্যাত্মিকতা, বিজ্ঞান, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে। ভারতের বিকশিত ভারত ২০৪৭-এর দিকে এগিয়ে যাওয়ার পিছনে এইসব বিষয় কীভাবে কাজে লাগে তার রূপরেখা বেরিয়ে আসবে বিভিষ্টদের আলোচনায়।
এবিপি নেটওয়ার্কের সব ডিজিটাল প্ল্যাটফর্মে সম্মেলনের লাইভ স্ট্রিমিং হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টা নাগাদ। ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে. www.abplive.com
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
