এক্সপ্লোর
একে অপরের এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন না স্বামী-স্ত্রীও, দিতে হতে পারে এমনই খেসারত
1/8

বন্দনার দাবি ছিল, এটিএমের ত্রুটিতে টাকা বেরোয়নি। তাই তাঁকে টাকা ফেরত দেওয়া উচিত। কিন্তু ব্যাঙ্ক, পিন নম্বর অন্য কারুর সঙ্গে ভাগ করা সংক্রান্ত নিয়ম দেখিয়ে তা ফেরত দিতে অস্বীকার করে।
2/8

প্রায় সাড়ে তিন বছর মামলা চলার পর শেষপর্যন্ত হেরে যান বন্দনা। নিজের কার্ড অন্য কাউকে দেওয়াই মামলায় হারের কারণ। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, নিজের পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও কার্ড অন্য কাউকে দেওয়া যায় না। অ্যাকাউন্ট গ্রাহকই একমাত্র তা ব্যবহার করতে পারেন। ছবি- গুগল ফ্রি ইমেজ
Published at : 08 Jun 2018 06:51 PM (IST)
Tags :
ATM CardView More




















