সানার মায়ের অভিযোগ, এটা একটা ঠান্ডা মাথার খুন। সানার স্বামী ও মা সানাকে নিগ্রহকে করতেন। এই ঘটনাই তাঁদেরই হাত রয়েছে বলে অভিযোগ সানার মায়ের। (ছবি:ফেসবুক)
2/6
জানা গেছে, ২০১৭-র মে মাসে নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। এরপর দম্পতির কাউন্সেলিং করানো হয়। (ছবি:ফেসবুক)
3/6
যদিও ৩০ বছরের সানার পরিবারের অভিযোগ, এটা খুন। সানার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, সানা এর আগে হুমায়ুন নগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। (ছবি:ফেসবুক)
4/6
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জোরে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।(ছবি:ফেসবুক)
5/6
সানার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর স্বামী আব্দুল নাদিম (৩৫)। নাদিমই গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় গাড়িটি একটি রোড ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। পশ্চিম হায়দরাবাদের গাচিবৌলি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে নাদিমও জখম হয়েছেন। শহরের একটি হাসপাতালে তিনি চিকিত্সাধীন। (ছবি:ফেসবুক)
6/6
হায়দরাবাদের মহিলা বাইকার সানা ইকবাল মানসিক অবসাদ ও আত্মহত্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। দেশের ২৯ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বাইকে সফর করেছিলেন তিনি। ৩৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আত্মহত্যার বিরুদ্ধে লড়াই শুরু করেন তিনি। ২০১৫-তে এই সফরের আগে নিজেও অবসাদে ভুগেছিলেন তিনি। সেই সানা ইকবালই মঙ্গলবার হায়দরাবাদের বাইরে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। (ছবি:ফেসবুক)