Bratya Basu: কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! ''অভিষেক আমার অনেক উঁচুতে, মমতার সিদ্ধান্তই চূড়ান্ত' 'দলে ২ রকম মত আছে, তালিকা পেয়েছি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত', বয়কট-বিতর্কে অভিষেকের উল্টো মতে তৃণমূলে একে একে চড়ছে সুর!
আরও খবর...
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় দার্জিলিঙে বদলির অভিযোগ। সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে কলকাতা থেকে দার্জিলিঙে বদলির অভিযোগ। বদলির নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের। নবান্ন অভিযানে সামিল হওয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহাকে বদলির অভিযোগ
ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র! বিকল C-Arm, পিছোচ্ছে অর্থোপেডিক-সহ একাধিক বিভাগের অস্ত্রোপচার! অর্থোপেডিকের সার্জারি করার সময় ছবি তুলতে C-Arm মেশিনের ব্যবহার করা হয়। নভেম্বর থেকে বিকল যন্ত্র, হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি অর্থোপেডিক বিভাগের। কাজ চালাতে এমার্জেন্সি বিভাগের C-Arm পাঠানো হল অর্থোপেডিকের OT-তে। স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে, যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর
সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার প্রচুর বেআইনি কয়লা। বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের। শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ। সব বৈধ কাগজ রয়েছে, বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। কোনও বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল নেতা, পুলিশ সূত্রে খবর