মোটো G5 প্লাস কেনা যাবে ৯,৯৯৯ টাকায়: সীমিত সময়ের এই অফারে এই ফোনের দামে পাওয়া যাচ্ছে ৪ হাজার টাকার ছাড়। এই ফোনে রয়েছে 5.2 ইঞ্চির FHD স্ক্রিন। এতে কোয়ালকম প্রোসেসর ও ৪ জিবি RAM দেওয়া হয়েছে। ব্যাটারি 3000mAh। রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
2/5
মোটো G5s প্লাস ক্রয়ের সুযোগ ১৪,৪৯৯ টাকায়:সীমিত সময়ের এই অফারে আড়াই হাজার টাকা কম দামে ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে এই ফোন। এই ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, রেজোলিউশন 1080x1920 পিক্সেল। প্রোসেসর স্ন্যাপড্রাগন ৬২৫। রয়েছে 4GBRAM+64GB স্টোরেজ। ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সঙ্গে ফ্ল্যাস সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ব্যাটারি 3000mAh।
3/5
মোটো G5s ক্রয় করুন ৯,৯৯৯ টাকায়:মোটো G5s -এর ৪ জিবি RAM ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকার পরিবর্তে কেনা যাবে ৯,৯৯৯ টাকায়। এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর ডুয়েল ক্যামেরা সেটআপ। এতে রয়েছে 1080×1920 পিক্সেল রেজোলিউশনের ৫.২ ইঞ্চি স্ক্রিন। এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৩০ প্রোসেসর রয়েছে। রয়েছ ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোন নৌগট ৭.১ ওএসে কাজ করে।এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি 3000mAh, টার্বো চার্জারের সঙ্গে। মাত্র ১৫ মিনিটের চার্জে ৬ ঘন্টা কাজ করে।
4/5
মোটো G5 ক্রয় করুন ৮,৩৮৪ টাকায়:এই সীমিত সময়ের অফারে মোটো G5 -এর দাম ১১,৯৯৯ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৮,৩৮৪ টাকা। মোটো G5 -এ রয়েছে 1080×1920 পিক্সেল রেজোলিউশনের ৫ ইঞ্চি স্ক্রিন। এতে রয়েছে 1.4GHz Snapdragon 430 প্রোসেসর। ৩ জিবি RAM ভ্যারিয়েন্টের এই ফোনের ইন্টারন্যাল মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি 2800mAh।
5/5
ভারতীয় গ্রাহকদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে এল মোটোরোলা। শুধু মোটো জি৫ এস-ই নয়, কোম্পানি তাদের জি সিরিজের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনগুলির দামে অনেকটাই ছাড় দিচ্ছে। কোম্পানি তাদের প্রথম মোবাইল ফোনের ৪৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সীমিত সময়ের জন্য এই অফার নিয়ে এসেছে। মোটো G5s, মোটো G5s প্লাস এবং মোটো Z-এর দামে বিশেষ ছাড়ের এই অফার ১১ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। সেই সঙ্গে অ্যামাজন ইউজারদের অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা, এসবিআই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক গ্রাহকদের ইএমআই অফার দেওয়া হয়েছে।