এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন? সরকার গড়ার জন্য হাতে আর মাত্র ১ দিন
এর মধ্যে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় শিবসেনা তাদের সব বিধায়ককে রঙ্গসারদা হোটেলে নিয়ে গিয়েছে। সঙ্গে নিয়েছে ৮ নির্দল বিধায়ককে।
মুম্বই: যত সময় গড়াচ্ছে তত জটিল হচ্ছে মহারাষ্ট্র পরিস্থিতি। যা করার করতে হবে আজকের মধ্যে। এই অবস্থায় রাজ্যপাল গতকাল আইনি পরামর্শ নিয়েছেন। আজ রাত বারোটায় শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ। যদি এর মধ্যে সরকার গঠন না হয় তবে রাষ্ট্রপতি শাসন জারি হবে।
এর মধ্যে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় শিবসেনা তাদের সব বিধায়ককে রঙ্গসারদা হোটেলে নিয়ে গিয়েছে। সঙ্গে নিয়েছে ৮ নির্দল বিধায়ককে। রাজ্যের সব বড় দল দেখা করেছে ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে কিন্তু কেউ সরকার গঠনের দাবি করেনি। কারও কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক নেই, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও তাদের বিধায়ক সংখ্যা ১০৫। অথচ সরকার তৈরি করতে লাগবে ১৪৬ জনের সমর্থন। রাজ্যপাল এর মধ্যে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভকোণীর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরমে উঠেছে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব। শিবসেনা এখনও অনড়, মুখ্যমন্ত্রী পদ তাদের চাই-ই চাই। তাদের মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, বিজেপি যখন সরকার তৈরির দাবি করেনি, তাতে পরিষ্কার, তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক নেই, অতএব রাষ্ট্রপতি শাসন জারি হোক। বিজেপির সমালোচনা করে এনসিপি বলেছে, নরেন্দ্র মোদী-অমিত শাহ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিল্লি থেকে সরকার চালাতে চান।
महाराष्ट्र को भाजपा राष्ट्रपति शाषण की ओर ढकेल मोदी और शाह जी की जोड़ी के जरिये दिल्ली से महाराष्ट्र की सत्ता की बागडोर चलाना चाहती है।
यह महाराष्ट्र का अपमान जनता सहन नही करेगी।
दिल्ली के तख्त के आगे महाराष्ट्र नही झुकता यह इतिहास है।
जय महाराष्ट्र ।@MumbaiNCP @NCPspeaks
— Nawab Malik (@nawabmalikncp) November 8, 2019
এর মধ্যে কংগ্রেসও তাদের সব বিধায়ককে নিয়ে গিয়েছে জয়পুরের এক রিসর্টে। ঘোড়া কেনাবেচার আশঙ্কা রয়েছে তাদেরও। কংগ্রেসের দাবি, তাদের বিধায়কদের টাকার লোভ দেখানোর চেষ্টা চলছে।
India News (India News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement