১৯৭০ সালের ১৯ জুন দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে জন্মেছিলেন রাহুল গাঁধী। সেই সময় ওই হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ করতেন রাজাম্মা। তখন রাহুলের খেয়াল রাখতেন তিনিই। ছবি সৌজন্য - টুইটার
2/5
ব্যস্ত সূচির মধ্যেও, এদিন ওয়েনাডবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করতে যান রাহুল। এই কেন্দ্র থেকে প্রায় ৪.৩১ লক্ষ ভোটে জিতে লোকসভায় পৌঁচেছেন রাহুল। ছবি সৌজন্য - টুইটার
3/5
এদিন ওয়েনাডের অতিথিশালায় রাহুলের সঙ্গে দেখা করতে আসেন রাজাম্মা ও তাঁর পরিবার। রাজাম্মাকে এদিন আলিঙ্গন করেন রাহুল। তাঁর হাত ধরেন। ছবি সৌজন্য - টুইটার
4/5
রাহুল যখন তাঁকে জড়িয়ে ধরেন, তখন ভীষণই আবেগাপ্লুত হয়ে পড়েন রাহুল। দিল্লি হাসপাতালে জন্মের সময় তিনি রাহুলকে কোলে নিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে ৪৯ বছর। এদিন রাহুল তাঁকে জড়িয়ে ধরেন। ছবি সৌজন্য - টুইটার
5/5
৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত নার্স রাজাম্মা ভাবাথিলের সঙ্গে দেখা করলেন রাহুল গাঁধী, যিনি কংগ্রেস সভাপতির জন্মের সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন। ছবি সৌজন্য - টুইটার