চিড়িয়াখানা এবং ভিক্টোরিয়াতেও ভিড় সামলাতে মোতায়েন করা হচ্ছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।
3/11
বেশ কয়েকটি অংশ ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিট এলাকা। নজরদারির জন্য তৈরি করা হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার।
4/11
পাশাপাশি থাকছে ১৪টি কুইক রেসপন্স টিম, ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র, ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ২৫টি ডিভিশনাল টহলদারি দল, ২০টি মোটরবাইক টহলদারি দল এবং ২৬টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স।
5/11
চব্বিশের সন্ধেতেই পঁচিশের ফেস্টিভ মুড। কলকাতা থেকে জেলা সর্বত্রই বড়দিনের আগে উত্সবের মেজাজ।
6/11
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পার্ক স্ট্রিট। লালবাজার সূত্রে খবর, এবার ভিড় সামলাতে এবং অপরাধ ঠেকাতে অতিরিক্ত দু’হাজার পুলিশ কর্মীকে নামানো হচ্ছে। রবিবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত এই রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল।
7/11
গত বছরের তুলনায় এবার বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
8/11
রাজারহাটের ইকো পার্ক আজ সকাল থেকেই জমজমাট।
9/11
আশপাশের জেলা থেকেও ঝেঁটিয়ে এসেছেন মানুষজন। শীতের রোদ মেখে পিকনিকের মেজাজে সবাই। আট থেকে আশি, সবার আকর্ষণ তাজমহল বা স্ফিনিক্স
10/11
এক এলাকার মধ্যে দুনিয়ার সাত আশ্চর্য। আর তাই দেখতে উপচে পড়া ভিড়।
11/11
বেলুড়ে যীশু পুজো। চব্বিশে ডিসেম্বর সন্ধ্যারতির পর বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের ভিতর প্রতি বছরই এই পুজোর আয়োজন হয়ে থাকে। রীতিমতো ক্যারল গানের সঙ্গে প্রার্থনাসঙ্গীত, বাইবেল পাঠের মাধ্যমে পালন করা হয় এই দিনটি। যীশুর বাণী নিয়েও হয় আলোচনা।