![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
LIVE UPDATE: পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশনের ভোট ব্যালটে হবে, ২১ শের মঞ্চে বললেন মমতা
LIVE
![LIVE UPDATE: পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশনের ভোট ব্যালটে হবে, ২১ শের মঞ্চে বললেন মমতা LIVE UPDATE: পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশনের ভোট ব্যালটে হবে, ২১ শের মঞ্চে বললেন মমতা](https://cdn.abplive.com/LiveBlogImage/2019/07/3a13e9eb9fb655f0d498a222e7079933.jpg)
Background
কলকাতা: শহর কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন। তৃণমূলের এই সমাবেশ এবার ছাব্বিশ বছরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সমাবেশের প্রেক্ষিত অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা, আবার মিলও আছে কিছুটা। শুরুর একুশের সমাবেশে নিশানায় ছিল কমিশন। উঠেছিল, নো আইডি নো ভোট স্লোগান। এবারও তৃণমূলের কর্মসূচিতে ফিরে এসেছে নির্বাচন কমিশন।ব্যালট ফেরানোর দাবিতে আজ তৃণমূলের একুশের সমাবেশ।
এরইমধ্যে একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির নিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার ওন্দায় বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে সরগরম বাংলা।
তৃণমূলের একুশে সমাবেশ মঞ্চ ঘিরে নিরাপত্তা জোরদার। সভাস্থল দফায় দফায় চলেছে তল্লাশি। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ভোররাত থেকেই দলে দলে বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী হয়েছেন তৃণমূল সমর্থকরা। দূর-দূরান্তের জেলাগুলি থেকে সমাবেশে যোগ দিতে মানুষ কলকাতায় এসে পৌঁছতে শুরু করেছে শনিবার থেকেই। গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগরের সেন্ট্রাল পার্ক, আলিপুরের উত্তীর্ণ স্টেডিয়ামে লোক রাখার ব্যবস্থা হয়েছে।
২১ জুলাই শহরের প্রাণকেন্দ্রে মানুষের ঢল৷ কিন্তু মানুষের ভিড়ে যাতে রবিবাসরীয় শহর অচল না হয়ে পড়ে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। রবিবার বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ। ধর্মতলা থেকে আসা গাড়িগুলি শ্যামবাজার থেকে এপিসি রোড হয়ে শিয়ালদা দিয়ে ঘোরানো হবে। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে লালবাজার হয়ে বিবাদী বাগ দিয়ে যাবে। বেন্টিঙ্ক স্ট্রিটের একাংশও বন্ধ থাকবে। সেক্ষেত্রে গাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে ঘোরান হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে, হাওড়া ব্রিজ থেকে আসা গাড়িগুলি স্ট্র্যান্ড রোড এবং ব্রেবোর্ন রোড হয়ে বিবাদী বাগ আনা হবে। দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলার দিকে আসা গাড়িগুলিকে অশুতোষ মুখার্জি রোড থেকে রবীন্দ্রসদন, পার্কস্ট্রিট হয়ে মেয়ো রোড দিয়ে আসবে। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধর্মতলার দিকে আসা গাড়িগুলিকে, খিদিরপুর রোড হয়ে আউট্রাম রোড হয়ে পার্ক স্ট্রিটের দিকে আনা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)