LIVE UPDATE: মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার, খবর সিবিআই সূত্রে
LIVE
Background
কলকাতা: সারদা মামলায় রাজীব কুমারের খোঁজে রাতভর তল্লাশি সিবিআইয়ের। কলকাতা বিমানবন্দরের যাত্রী তালিকায় নজরদারি গোয়েন্দাদের। সন্দেহজনক নাম দেখলেই উড়ান সম্পর্কিত তথ্য সিবিআইকে জানাতে নির্দেশ।
সারদাকাণ্ডে গতকাল রাজীব কুমারের আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। নোটিসে উল্লেখ, আজ সকাল ১০টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে এডিজি সিআইডি রাজীব কুমারকে। সিবিআইয়ের দাবি, খোঁজ মেলেনি রাজীবের। রাজীব ও তাঁর দেহরক্ষীর মোবাইলও বন্ধ। এর আগে রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। সিবিআই সূত্রে খবর, গতকাল রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার অফিসার কলকাতা বিমানবন্দরে গিয়ে খোঁজ নেন। অভিবাসন দফতরের আধিকারিকদের কারোর নাম নিয়ে সন্দেহ হলেই, উড়ান সম্পর্কিত যাবতীয় তথ্য সিবিআইকে জানাতে বলা হয়েছে। গতকাল সাদা পোশাকে একাধিক সম্ভাব্য জায়গায় রাজীব কুমারের সন্ধান চালান সিবিআই অফিসাররা।
৫ ঘণ্টা পার, দেখা নেই রাজীবের, নিজাম প্যালেস হয়ে বালিগঞ্জের পথে সিবিআই অফিসারেরা