এদিন বিভিন্ন সামরিক মহড়া ও কসরত প্রদর্শম করেন এনসিসি ক্যাডেটরা। পাশাপাশি, অতিথিদের সামনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বার্তাও তুলে ধরেন ক্যাডেটরা।
2/5
এদিন বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট পারফরম্যান্স করার জন্য নির্বাচিত ক্যাডেট ও অফিসারদের পুরস্কৃত করা হয়। জয়ীদের পুরস্কার প্রদান করেন করেন এসসিসি এডিজি মেজর জেনারেল কে টি শ্রীকুমার।
3/5
এদিনের অনুষ্ঠানে অংশ নেন ১৮০০-র বেশি ক্যাডেট। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রায় ২০০ জন প্রশিক্ষক। প্রসঙ্গত, রাজ্যের ২৫ জেলা, ৭টি বিশ্ববিদ্যালয় এবং প্রায় ২০০ কলেজ ও ৬০০ স্কুলে এনসিসি-র উপস্থিতি রয়েছে। মোট ক্যাডেটের সংখ্যা প্রায় ১ লক্ষ।
4/5
এদিন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামের স্পোর্টস স্টেডিয়ামে এনসিসি ক্যাডেটরা বিভিন্ন মার্চপাস্টে অংশ নেন। সেখানে তাঁরা বিভিন্ন কসরত করে দেখান। পাশাপাশি, চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠান।
5/5
৭০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-র পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট। রবিবার রাজ্যব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হল।