এক্সপ্লোর
Advertisement
এই নিয়মগুলি মেনে চললে কমবে ক্যান্সারের ঝুঁকি
দৌড়-ঝাঁপ ছাড়া থিতু জীবন, বসে বসে কাজ, ভুল খাদ্যাভ্যাস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া ধূমপান যে ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে, সেকথা তো সকলেরই জানা।
চিকিৎসাশাস্ত্র বহু দুরারোগ্য ব্যাধিকে হার মানালেও কর্কটরোগ থেকে সুস্থ হয়ে ফিরে আসা এখনও বেশ কঠিন। ২০১৮ সালের হিসেব বলছে সারা বিশ্বে এই প্রাণঘাতী রোগ কেড়ে নিয়েছে ৯৬ লক্ষ মানুষের জীবন। ক্যান্সারের মরণ কামড় কখন কার উপর এসে পড়বে বলা সত্যিই কঠিন। তবুও কিছু নিয়মকানুন আপনাকে দূরে রাখতে পারে এই রোগের ঝুঁকি থেকে।
দৌড়-ঝাঁপ ছাড়া থিতু জীবন, বসে বসে কাজ, ভুল খাদ্যাভ্যাস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া ধূমপান যে ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে, সেকথা তো সকলেরই জানা।
ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলের মতে, এক তৃতীয়াংশ ক্যান্সার ঠেকানো সম্ভব। সেটা ছাড়া অন্যান্য কর্কট রোগ ঠিক সময়ে ধরা পড়লে সারিয়ে ফেলাও সম্ভব হয়।
ক্যান্সার এড়াতে মেনে চলুন এই নিয়মিগুলি-
> ধূমপান ত্যাগ করুন:
অতিরিক্ত ধূমপানে ফুসফুস, মুখ, গলা,প্যানক্রিয়াসে ক্যান্সারের সম্ভাবনা বাড়তে পারে।
> অতিরিক্ত ওজন কমান:
গবেষণা বলছে, অতিরিক্ত ওজনে ক্যান্সারের ঝুঁকি বেশি। বডি মাস ইনডেক্স যদি ৪০-এর বেশি হয়, তবে সাবধান। ফ্যাট সেলগুলি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়। যাতে করে বাড়ে স্তন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত শরীরচর্চা ও সুস্থ জীবনচর্যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
> এড়িয়ে চলুন:
- চিনি
-রিফাইনড কার্বোহাইড্রেট
-প্রসেস করা মাংস
> স্বাস্থ্যকর খান:
কোনও কোনও বিশেষজ্ঞের মতে, সুখাদ্যাভ্যাস বজায় রাখলে ক্যান্সের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। ইরানের এক ক্যান্সার গবেষণায় জানা গেছে, কয়েকটি খাবার ক্যান্সারের সঙ্গে লড়তে সাহায্য করে। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপিতে থাকে সালফোরাফেন; যা টিউমরের সাইজ কমাতে সাহায্য করে। তাছাড়া সাইট্রাস জাতীয় ফলও ক্যান্সার আটকাতে সাহায্য করে। বিন, বাদাম, অলিভ অয়েল, হলুদও খুব উপকারী।
> আলট্রা ভায়োলেট রশ্মি থেকে দূরে থাকুন:
ক্ষতিকর ইউভি রশ্মি স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। খুব চড়া রোদ এড়িয়ে চললেই ভাল। আর গ্রীষ্মপ্রধান দেশে রোদ্দুরে শুয়ে বডি ট্যানিং-এর শখ থাকলেও, এড়িয়ে চলুন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement