Hypertension দেশের ৭৫ শতাংশ হাইপার টেনশন রোগী ভোগেন উচ্চ রক্তচাপে, পুরুষদের পাল্লাই ভারী ! বলছে ল্যানসেট গবেষণা
দেশব্যাপী ২৯ % মানুষ স্ট্রোকে, হার্ট অ্যাটাকের কারণে ২৪ % মানুষের মৃত্যু হয়।৭৫% হাইপার টেনশন রোগীদের রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে না।
Hypertension control : দেশের জনসংখ্যার ৩০ % এর বেশি উচ্চ রক্তচাপে ভুগছে। ল্যানসেটের রিপোর্ট অনুসারে, ৭৫% হাইপার টেনশন রোগীদের রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে না, যার কারণ এখন অনেক কম বয়সেই তরুণদের মৃত্যু ঘটছে।
গবেষণায় বলা হয়েছে, উচ্চ রক্তচাপ আমাদের দেশে মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ। উচ্চ রক্তচাপের জন্য স্ট্রোক ও তার থেকে মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মৃত্যুর প্রাধান কারণ দেশব্যাপী ২৯ % মানুষ স্ট্রোকে, হার্ট অ্যাটাকের কারণে ২৪ % মানুষের মৃত্যু হয়। আর এসব কিছুর জন্য মৃলত উচ্চ রক্তচাপ দায়ী। শুধু হার্টের অসুখ বা স্ট্রোক নয়, কিডনি ক্ষতি এবং ডিমেনশিয়ার ঝুঁকিও বেড়ে যায় উচ্চ রক্তচাপের কারণে।
প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কার্ডিওভাসকুলার ডিজিজ (CVD) এর পিছনে অন্যতম কারণ। এর কারণে অকাল মৃত্যুও ঘটতে পারে।
আরও পড়ুন -
হার্ট ভাল রাখতে পাতে রাখতেই হবে এই ৫টি খাবার
ল্যানসেটের ওই রিপোর্ট বলছে, "হাইপারটেনশন ভারতে মৃত্যুহারের একটি উল্লেখযোগ্য কারণ। যদি দেশের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার উন্নত করা যায়, তাহলে কার্ডিওভাসকুলার ডিসিজ এবং মৃত্যুহার কমবে " ।
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, নিউ দিল্লি এবং বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ, ইউএস-এর গবেষকদের সহ দলটি এই বিষয়ে একটি বিস্তারিত গবেষণা করেন। স্বাভাবিক রক্তচাপ বলতে এই রিসার্চের ক্ষেত্রে ধরা হয়েছে, 140 mmHg (চাপের একক) কম এবং ডায়াস্টোলিক রক্তচাপ 90 mmHg-এর কম।
গবেষণায় দেখা গেছে যে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষজনের রক্তচাপ অপেক্ষাকৃত নিয়ন্ত্রণে থাকে। পুরুষদের তুুলনা মূলক ভাবে রক্তচাপ সংক্রান্ত সমস্যা বেশি। কারণ জীবনযাত্রাগত ত্রুটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, অনিয়ন্ত্রিত রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার রোগের (সিভিডি) প্রধান কারণগুলির মধ্যে একটি।
ভারতে মোট মৃত্যুর এক-তৃতীয়াংশের জন্যও এগুলি দায়ী। উচ্চ রক্তচাপ অন্য যেকোনো কারণের চেয়ে বেশি প্রাপ্তবয়স্কদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মনে করা হচ্ছে, দেশে প্রতি চারজনের মধ্যে অন্তত একজনের উচ্চ রক্তচাপ রয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )