Jukti Takko:'মৌলবাদের অনুশীলন পৃথিবীর যেকোনও দেশেই হোক,তার বিরুদ্ধে আমরা',বললেন সুমন বন্দ্যোপাধ্যায়
Jukti Takko : 'আমরা কেউ কিন্তু বাংলাদেশ হতে চাইনা, পাকিস্তান হতে চাইনা। মৌলবাদের অনুশীলন সেটা বাংলাদেশ, পাকিস্তান অথবা পৃথিবীর যেকোনও দেশেই হোক, তার বিরুদ্ধে আমরা। যুদ্ধ আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা চাইনা। যুদ্ধ কখনও মানুষের ভাল করে না । গত মাসে যুক্তি তক্কে বলেছিলাম চিন্ময় কৃষ্ণের জামিন বাতিলের প্রক্রিয়া অত্যন্ত নিন্দনীয়, বাংলাদেশ সঠিক পথে চলছে না তারই প্রকৃষ্ট উদাহরণ। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা এবং ইন্দিরা গাঁধীর অবদান কারও অজানা নয়। বর্তমান সরকার যদিও গাঁধীবাদী নয়, অথবা গাঁধীর নিয়মকানুন পছন্দও করে না। ভারত বাংলাদেশ কারও গণতন্ত্র শক্তিশালী নয়। হাসিনার সময় পর্যন্ত হালকা উল্লেখ পেলেও এত বড় ঘটনার আঁচ পাওয়া যায়নি। এটা ভাবনার বিষয়। 'মন্দির মসজিদ বিবাদ প্রধান বিচারপতির এজলাসে।কী বলা আছে উপাসনাস্থান আইনে?', এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে বললেন সুমন বন্দ্যোপাধ্যায়।