Akshaya Tritiya 2022 Date: অক্ষয় তৃতীয়ায় কেন সোনা কিনতে হয়? আর কী কী দ্রব্য কেনা উচিত?
Akshaya Tritiya 2022: এই দিনের প্রতিটি সময় ও মুহূর্ত, নতুন কিছু কেনা ও বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। তাই এই দিনটিতে সোনা কেনার পাশাপাশি অন্যান্য সামগ্রী ও রত্নও কেনা হয়।
কলকাতা: হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)।বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় এই উৎসব।ধর্ম-শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। এই শুভ দিন ঘিরে অনেক কাহিনী কথিত আছে। যেমন এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। যেমন বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত (Mahabharat) রচনা শুরু করেছিলেন। যেমন এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। যেমন এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে (Ganga) মর্ত্যে নিয়ে এসেছিলেন।
কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া?
এই দিন কোনও নতুন ব্যবসা বা শুভকাজ শুরু করলে তা সমৃদ্ধিতে ভরে ওঠে। এই দিন অনেকেই তাই পুজো করে কোনও শুভ কাজ শুরু করেন বা সোনা কিনে স্থায়ী বিনিয়োগ করেন। এ বছর আগামী ৩ মে (বাংলায় ১৯ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। ২ মে রাত ৩:১৭ মিনিট থেকে ৩ মে ভোর ৫: ২৫ মিনিট পর্যন্ত তৃতীয়া থাকবে। এই বছর দীর্ঘক্ষণ থাকছে তৃতীয়া।
এই দিন পরিবারের সমৃদ্ধি বাড়াতে বিষ্ণু-লক্ষ্মী অথবা কুবেরের পুজো করতে পারেন। কাঠের আসনে হলুদ বা লাল রঙের কাপ়ড় পেতে নিন। এ বার আসনের উপর লক্ষ্মী-নারায়ণ বা লক্ষ্মী-কুবেরের মূর্তি স্থাপন করুন। নারায়ণের সঙ্গে থাকলে লক্ষ্মী যেন বাঁ পাশে থাকে, কুবেরের সঙ্গে থাকলে ডান পাশে থাকবে লক্ষ্মী।
আরও পড়ুন, ট্রেনে জল ভরতেই 'ভুলে গেছে' রেল কর্তৃপক্ষ? যাত্রী বিক্ষোভে অশান্ত হাওড়া স্টেশন
সোনা কিনতে হয় কেন?
অর্থনীতিবিদরা মনে করেন, সোনা মুদ্রাস্ফীতির বাজারে অত্যন্ত উপকারী ও লাভজনক একটি ধাতু। আবার অন্যদিকে জ্যোতিষবিদদের মতে সোনা কিনলে ঘরের লক্ষী-কে সন্তুষ্ট করা যায়। ফলে ঘরে সৌভাগ্য বিরাজ করে, তাই এই দিনে বাঙালিরা সোনা কিনতে দোকানে ভিড় করেন।
অক্ষয় তৃতীয়ার দিনে সোনার মত মূল্যবান ধাতু কেনার অর্থ ঘরে সমৃদ্ধিকে অর্থাৎ মা লক্ষীকে স্বাগত জানানো। কারণ এটি এমন একটি ধাতু যা ঘরের যেকোনও সমস্যায় সহায়ক হয়ে উঠতে পারে। সমস্যা সমাধানে বিনিয়োগের ক্ষেত্রেও এই ধাতুর জুড়ি মেলা ভার।
এই দিনের প্রতিটি সময় ও মুহূর্ত, নতুন কিছু কেনা ও বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। তাই এই দিনটিতে সোনা কেনার পাশাপাশি অন্যান্য সামগ্রী ও রত্নও কেনা হয়। অনেকে হালখাতাও করে থাকেন।
এই দিনটিকে দেবী অন্নপূর্ণার আগমনের দিন হিসেবে ধরা হয়। অন্নপূর্ণা মানেও তো ঐশ্বর্য ও শস্য-শ্যামলা হওয়ার উৎসব। তাই মা অন্নপূর্ণা-কে সন্তুষ্ট করতে এই দিনে বাঙালিরা সোনা কেনেন।