Amazon Great Indian Festival Sale: জুতো থেকে জামা, ঘড়ি থেকে মেক আপের সামগ্রী, অ্যামাজন নিয়ে এল বছরের সেরা সেল
Amazon Great Indian Festival Sale ২ ও ৩ অক্টোবর জামাকাপড়ে থাকবে বিশেষ সেল থাকছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে
Amazon Great Indian Festival Sale: এসে গেল বছরের সেরা সেল। হাজির অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। জামাকাপড়ে যেখানে মিলবে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। জামাকাপড়ের পাশাপাশি উৎসবের মরশুমে ঘড়ি, জুতো থেকে মেক আপের সামগ্রী, সবেতেই মিলবে চোখধাঁধানো সেল। এছাড়া থাকছে এক্সক্লুসিভ অফার, ফ্রি গিফটও। ২ ও ৩ অক্টোবর জামাকাপড়ে থাকবে বিশেষ সেল। একঝলকে দেখে নেওয়া যাক কী কী থাকছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে-
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
- ৩০০০ টাকার কেনাকাটায় ৩০০ টাকার অ্যাডিশনাল ক্যাশব্যাক
- পুরুষদের জামাকাপড়ে নূন্যতম ৬০ শতাংশ ছাড়
- মহিলাদের জামাকাপড়েও নূন্যতম ৬০ শতাংশ ছাড়
- মহিলাদের ব্র্যান্ডেড জুতোতে নূন্যতম ৫০ শতাংশ ছাড়
- ঘড়িতে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
- মেক আপের প্রসাধনী শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে
- ব্র্যান্ডেড সানগ্লাসে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
৬ ঘণ্টার বিশেষ অফার- ২ ও ৩ অক্টোবর রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ৬ ঘণ্টার বিশেষ অফার থাকছে। যে সময়ে বিউটি ও পার্সোনাল কেয়ার প্রডাক্টে একটি কিনলে আর একটি বিনামূল্যে।
জামা, জুতো থেকে ঘড়ি- মেক আপের প্রসাধনী, কিনুন এই লিঙ্কে ক্লিক করে
এছাড়া, উৎসবের মরশুমে এখন বিউটি প্রোডাক্টের ভিড় বাড়ছে বাজারে। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বিপুল ছাড়ের সম্ভার নিয়ে এসেছে অ্যামাজন। মাত্র ২০০ টাকার মধ্যে Amazon Beauty Sale-এ পেতে পারেন নিজের পছন্দের প্রোডাক্ট। পাাশাপাশি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ক্যামেরা কিনলে দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। গুগল পিক্সেলের(Google Pixel)সাম্প্রতিক মডেলেও পাবেন ৪০শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন- ২০০ টাকার মধ্যে বিউটি প্রোডাক্ট, অ্যামাজনের সেলে বিশাল ছাড়
আরও পড়ুন- অ্যামাজনে দিচ্ছে দারুণ অফার, সেলে ক্যামেরা পাবেন ৮০ শতাংশ ছাড়ে
আরও পড়ুন- অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়