Health Tips: মুঠো-মুঠো অম্বলের ওষুধ খাচ্ছেন? কী হচ্ছে জানেন?
Antacid: অকারণে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টাসিড খেলে কী হতে পারে, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: অম্বল গোলমাল বহু মানুষেরই থাকে। অনেকেই আবার হজমের সমস্যা রয়েছে মনে করে মুঠো মুঠো ওষুধ (Antacid) খেয়ে থাকেন। চিকিৎসকের পরামর্শ ছাড়াই দোকান থেকে অম্বল ওষুধ কিনে খেয়ে থাকেন। কিন্তু জানেন কি, এর ফলে স্বাস্থ্যের কী মারাত্মক ক্ষতি হচ্ছে? অকারণে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টাসিড খেলে কী হতে পারে, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
অত্যধিক হজমের ওষুধ খাওয়ার ফলে কী হবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক মাত্রায় অম্বলের ওষুধ খেলে হার ক্ষতিকর প্রভাব পড়ে হৃদপিণ্ডে (Heart)। তাতে প্রদাহর সমস্যা দেখা দেয়, হার্ট বার্নের (Heart Burn) সমস্যা দেখা দেয়। হৃদরোগের (Heart Disease) ঝুঁকি বাড়ায় অত্যধিক পরিমাণে অ্যান্টাসিড সেবন। তাঁরা আরও জানাচ্ছেন, অত্যধিক পরিমাণে অ্যান্টাসিড সেবনে হৃদরোগ ছাড়াও দেখা দেয় স্বাস্থ্যের আরও নানা সমস্যা। ডায়রিয়া, কিডনির জটিল রোগ, কিডনিতে পাথর, শরীরে বি১২ কমে যাওয়া, স্মৃতিভ্রংশ, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, মাথার যন্ত্রণা, তলপেটে ব্যথা প্রভৃতি সমস্যা দেখা দেয়।
হৃদরোগের লক্ষণ-
১. হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং আরও নানা প্রকার হৃদরোগের ঝুঁকি বেড়েছে বর্তমান যুগে। এর মুখ্য উপসর্গ হিসেবে দেখা দিতে পারে বুকে ব্যথা।
২. তলপেটে ও পিঠে ব্যথা হতে পারে এই সময়ে।
৩. বুকে ব্যথা ছাড়াও বুকে চাপ অনুভব, শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন - Allergy: কোন কোন খাবার অ্যালার্জির সমস্যা প্রতিরোধ করে?
৪. শরীর অত্যধিক মাত্রায় কমে গেলে কিংবা হাত পা নাড়াচাড়া করতে সমস্যা হলে তা বেশ চিন্তার।
৫. ঘাড়ে, চিবুকে. গলায় ব্যথা দেখা দিতে পারে।
৬. অত্যধিক মাত্রায় যদি হৃদস্পন্দন বেড়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
৭. ঝাপসা দেখা, চোখে ব্যথা, চোখ ঘোলা হয়ে যাওয়া এগুলিও হৃদরোগের লক্ষণ।
৮. মাথা ঘোরা, ত্বকে সমস্যা, শুকনো কাশি, মাঝে মধ্যেই বুকে কষ্ট অনুভব হলে তা চিন্তার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )