Cancer Treatment: ব্লাড প্রেসারের ওষুধ রুখতে পারে মহিলাদের এই ক্যান্সার! চমকে দেওয়া দাবি আন্তর্জাতিক গবেষণায়
একটি নতুন গবেষণায় দাবি, একটি সস্তার ওষুধ নাকি অজান্তেই মানুষকে ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। যাঁরা একটি নির্দিষ্ট রক্তচাপের বড়ি খেয়ে থাকেন, সেই সব মহিলারা স্তন ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারেন।

ভয়ঙ্কর হারে বাড়ছে স্তন ক্যান্সারের প্রকোপ। মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারই সবচেয়ে সাধারণ ক্যান্সার। ভারতেও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরিসংখ্যানটা ভয়াবহ । সম্প্রতি আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০২৫ সালে, প্রায় ৩,১৬,৯৫০ জন নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত ধরা পড়তে পারেন। আর তাতে মারা যেতে পারেন ৪২,১৭০ জন । ভয়ঙ্কর এই পরিসংখ্যানের মধ্যেই একটি তথ্য চমকে দেবে সকলকে।
বিটা ব্লকার কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার হয়?
একটি নতুন গবেষণায় দাবি, একটি সস্তার ওষুধ নাকি অজান্তেই মানুষকে ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। যাঁরা একটি নির্দিষ্ট রক্তচাপের বড়ি খেয়ে থাকেন, সেই সব মহিলারা স্তন ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারেন। মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, বিটা ব্লকার ক্যাটেগরির ওষুধ কিছু রোগীর ক্ষেত্রে ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারের অগ্রগতিও বন্ধ করতে পারে। বিটা ব্লকার সাধারণত ব্যবহার হয় উচ্চ রক্তচাপ , বুকে ব্যথা বা অ্যানজাইনা, হৃদযন্ত্রের ব্যর্থতা ,অস্বাভাবিক হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া ইত্যাদির চিকিৎসায়। এই বিটা ব্লকার স্ট্রেস হরমোনের প্রভাব কমিয়ে কাজ করে রোগীর ক্ষেত্রে ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারের অগ্রগতিও রোধ করতে সক্ষম।
বিটা ব্লকার কীভাবে স্তন ক্যান্সারের রোগীদের উপর কাজ করে ?
বিটা ব্লকার এবং স্তন ক্যান্সারের মধ্যে যোগসূত্র প্রথম ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল কিন্তু এর কারণ প্রকাশ করা হয়নি। এখন, গবেষকরা বিষয়টি বিস্তারিত বুঝিয়েছেন। Monash University -র(মোনাশ ইউনিভার্সিটি) গবেষণায় দেখা গেছে, HOXC12 জিন, যা ট্রিপল নেগেটিভ স্তন ক্যান্সারের (TNBC) অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখে, তাকে বিটা ব্লকার ব্যবহার করে "সুইচ অফ" করা যেতে পারে। গবেষকরা জানিয়েছেন, আগেই গবেষণায় দেখা গিয়েছে, বিটা ব্লকারগুলি ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পেরেছে। এখন বিজ্ঞানীরা আরও স্পষ্ট বুঝতে পেরেছে, কেন এটি হয়।
ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সার অন্যান্য ধরনেরর স্তন ক্যান্সারের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ে। এছাড়াও, এর চিকিৎসার সাফল্য ও উপায়ও অপেক্ষাক-ত কম ! তাই এই আবিষ্কার চিকিৎসকদের কাছে আশার আলো হতে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















