Health News: ক্যানসার চিকিৎসায় সাইড এফেক্ট ঘটায় কে ? মিলল খোঁজ
Cancer Research News: ক্যানসার চিকিৎসার সাইড এফেক্টের জন্য কোন প্রোটিনটি দায়ী। এবার তার খোঁজ পাওয়া গেল।
কলকাতা: ক্যানসার চিকিৎসা শুধু যে খরচসাপেক্ষ তা নয়। এই রোগের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে অন্যতম হল সুস্থ কোশ নষ্ট হয়ে যাওয়া। রোগীর স্বাস্থ্য ও ক্যানসারের ধরন দেখে তাদের চিকিৎসার ধরন ঠিক করা হয়। তার মধ্যেই অন্যতম চিকিৎসা হল রেডিয়েশন থেরাপি। এই রেডিয়েশন থেরাপিতে শরীরের একাংশের ক্ষতি হতে পারে। তাঁর অন্যতম কারণ হচ্ছে তরঙ্গের বিকিরণ।
রেডিয়েশনে শরীরের কী বিপদ ?
রেডিয়েশন শরীরের ক্যানসার কোশগুলিকে নষ্ট করার জন্য কাজে লাগানো হয়। তবে শুধু ক্যানসার কোশগুলি নয়, এর পাশাপাশি রেডিয়েশন নষ্ট করতে পারে সাধারণ সুস্থ কোশকেও। ক্যানসার চিকিৎসায় এইভাবেই অসুস্থ কোশ নষ্ট হাওয়ার পাশাপাশি সুস্থ কোশও নষ্ট হয়।
কী খোঁজ মিলল গবেষণায় ?
ওষুধ যখন শরীরে গিয়ে কাজ করে, তখন ক্যানসার কোশের সঙ্গে সাধারণ কোশেরও কেন ক্ষতি করে ? এরই উত্তর আজও স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। সেই উত্তরই খুঁজছিলেন গবেষকরা। এই গবেষণায় একটি বিশেষ প্রোটিনকে খুঁজে বার করা হয়েছে। দেখা গিয়েছে, এটিই ক্যানসার কোশের ডিএনএ-কে নষ্ট করে। এর নাম পিএআরপি প্রোটিন।
পিএআরপি ইনহিবিটর
দুই ধরনের পিএআরপি ইনহিবিটরের খোঁজ পেয়েছেন গবেষকরা। এগুলি সুস্থ কোশের ডিএনএ নির্মাণের কাজে বাধা দেয়। কোশগুলির মধ্যে ক্যানসার স্ট্রেনও থেকে যায়। বিআরসিএ জিনের ক্ষেত্রেই এটি দেখা গিয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। এই দুই ধরনের জিন মূলত স্তন ও জরায়ুর ক্যানসারের জন্য দায়ী। এই বিশেষ ইনহিবিটরকে খুঁজে বার করার ফলে চিকিৎসা আরও সহজ হবে বলে জানাচ্ছেন গবেষকরা। কারণ চিকিৎসার সময় আর সুস্থ কোশগুলির উপর প্রভাব পড়বে না। ফলে ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও অনেকটা কমিয়ে ফেলা সম্ভব।
কী বলছেন গবেষক
ইউনিজ ফ্যাকাল্টি অব সায়েন্সেসের গবেষক মিচালিস পেট্রোপেলোসের কথায়, পিএআরপি একদিকে যেমন ডিএনএ সারিয়ে তোলার জন্য সংকেত পাঠায়, অন্যদিকে ডিএনএ গঠনের সঙ্গে কোনওরকম সংঘর্ষও এড়ায়। এই ধরনের সংঘর্ষের কারণ একই ধরনের ডিএনএ কপি বা রিড করে ফেলা। তবে নতুন ধরনের উৎসেচক সক্রিয়তার খোঁজ পাওয়ার পর দেখা গিয়েছে সেটাই চিকিৎসার জন্য যথেষ্ট। এর থেকে বেশি হলে তখনই কোশের উপর প্রভাব পড়ে। ক্যানসার কোশের পাশাপাশি ক্ষতি হয় সুস্থ সাধারণ কোশের।
আরও পড়ুন - Oral Health: দাঁতের রং জানান দেয় নানান রোগের কথা, বোঝার উপায় ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )