এক্সপ্লোর
Advertisement
Chanakya Niti: ধোঁকা নয়, পরিশ্রম, সততার পথেই ধনলাভ, পরামর্শ চাণক্য-র
চাণক্যর মতে, যে ব্যক্তি পরিশ্রম করতে পারেন এবং কায়িক শ্রম থেকে কখনও বিমুখ হন না,দেবী লক্ষ্মী তাঁর উপর প্রসন্ন হন। পরিশ্রম করতে সর্বদা প্রস্তুত এমন ব্যক্তিকে ধনসম্পদ উপুড় করে দিতে প্রস্তত থাকেন ধনের দেবী।
কলকাতা; রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, রাজধর্ম, প্রজা নিয়ন্ত্রণ, শত্রু আক্রমণ ইত্যাদি নানা বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে গিয়েছেন মহাপন্ডিত চাণক্য। তাঁর সুচিন্তিত পরামর্শ এতটাই চিরন্তন এবং আধুনিক যে বর্তমান সময়ে দাঁড়িয়েও তার প্রয়োগ বুঝতে অসুবিধা হয় না। ধন লাভ করার জন্য এবং তা ধরে রাখার জন্যও কিছু পরামর্শ তিনি দিয়েছেন। সেগুলি স্মরণ করে নেওয়া যাক।
পরিশ্রমীদের পছন্দ করেন লক্ষ্মী
চাণক্যর মতে, যে ব্যক্তি পরিশ্রম করতে পারেন এবং কায়িক শ্রম থেকে কখনও বিমুখ হন না,দেবী লক্ষ্মী তাঁর উপর প্রসন্ন হন। পরিশ্রম করতে সর্বদা প্রস্তুত এমন ব্যক্তিকে ধনসম্পদ উপুড় করে দিতে প্রস্তত থাকেন ধনের দেবী। বিনা পরিশ্রমেই যে মানুষ ধনের প্রত্যাশা করে, তার উপর দেবী রুষ্ট হন। তাই ধন লাভ করতে হলে কেবল দেবীর কাছে ধন প্রার্থনা করলেই চলবে না, সর্বদা প্রস্তুত থাকতে হবে পরিশ্রম করার জন্য।
ধোঁকা দিয়ে ধনলাভ নয়
যে ব্যক্তি পরিশ্রমের মধ্য দিয়ে ধন লাভ করেন তাঁকে দেবী লক্ষ্মী যতখানি পছন্দ করেন, ততটাই অপছন্দ করেন সেইসব ব্যক্তিকে, যারা ধোঁকা দিয়ে অন্যের ধন নিজের কব্জায় নিয়ে আসতে চায়। ধোঁকা দিয়ে, লোককে ঠকিয়ে যারা ধনশালী হয় তাদের সঙ্গে কখনওই থাকেন না ধনের দেবী। তাই যারা এমন কুপথে ধনের অধিকারী হয়, তারা দীর্ঘদিনের জন্য সেই ধন ধরে রাখতে পারে না। ধনের দেবী রুষ্ট হন বলেই তারা ওই ধন একটা সময় হারায় এবং কঠিন অবস্থার সম্মুখীন হয়। তাই কাউকে ঠকিয়ে ধনী হতে বারণ করছেন চাণক্য।
সত্যের পথে থাকতে হবে
চাণক্য-র মতে যেসব ব্যক্তি সত্য ও ন্য়য়ের পথে চলেন এবং মানবিকতা থেকে কখনও বিমুখ হন না, তাঁদের পছন্দ করেন দেবী লক্ষ্মী। দেবীর আশীর্বাদে এমন ব্যক্তির কোনও সময়েই ধনের অভাব হয় না। পর্যাপ্ত ধন এবং দেবীর শুভেচ্ছায় এমন ব্যক্তি ও তাঁর পরিবার সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement