Cleaning Tips: চটজলদি কীভাবে অগোছালো ঘর গুছিয়ে ফেলবেন?
নতুন অতিথি অগোছালো বাড়ি দেখে কী বলবেন, ভাবতে না বসে চট করে দেখে নিন খুব কম সময়েই কীভাবে অগোছালো ঘর গুছিয়ে ফেলতে পারবেন।
কলকাতা: কাজের ব্যস্ততার মাঝে ঘর আর গোছানো হয় না কিছুতেই। বাড়িতে সদস্য সংখ্যা কম। তার উপর ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) চাপ। বাড়িতে বসেই কাজ করার ফলে টেবিলের উপর, কম্পিউটার কিংবা ল্যাপটপের পাশেই জমা হয়েছে কাগজের পাহাড়। তার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়। সময়ের অভাবে মারাত্মক অগোছালো হয়ে রয়েছে রান্নাঘরও। এরই মধ্যে বাড়িতে আসার কথা রয়েছে কোনও অতিথির। তাহলে প্রায় কী হবে কী হবে রব ওঠে বহু বাড়িতে। নতুন অতিথি অগোছালো বাড়ি দেখে কী বলবেন, ভাবতে না বসে চট করে দেখে নিন খুব কম সময়েই কীভাবে অগোছালো ঘর গুছিয়ে ফেলতে পারবেন।
১. প্রথমের বিছানার চাদর টান টান করে বিছিয়ে দিন। তার সঙ্গে সঠিকভাবে রেখে দিন বালিশও। যদি বিছানার চাদর নোংরা হয়ে থাকে, তাহলে তা টুক করে লন্ড্রি ব্যাগে ভরে পরিস্কার চাদর পেতে দিন।
২. ঘরে যদি অতিরিক্ত জামাকাপড় ছড়ানো অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে সটান চালান করে দিন হয় লন্ড্রি ব্যাগে, নাহলে আলমারিতে।
আরও পড়ুন - Shampooing tips: চুলের স্বাস্থ্য বজায় রাখতে শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানেন তো?
৩. এবার রান্নাঘরের দিকে নজর দিতে হবে। রান্নাঘরে বাসন যদি ছড়ানো অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে কটা বড় ঝুড়ির মধ্যে রেখে দিন। পাশাপাশি খাবারের ফেলে দেওয়া অংশ সমস্ত কিছুকে ডাস্টবিনে ফেলে দিন।
৪. যে ঘরে বসে অফিসের কাজ করছেন, সেখানে টেবিলের ড্রয়ারের মধ্যে চালান করে দিন সমস্ত কাগজপত্র। যদি বাছাই করার সময় না থাকে, তাহলে সবগুলোকেই এক জায়গায় ভরে রাখুন। সেখানেই ইউএসবি কেবল থেকে চার্জার সমস্ত কিছুই রেখে দিতে পারেন।
৫. বাড়ির সমস্ত জানলা খুলে দিন। যাতে বিশুদ্ধ বাতাস ঘরে ঢুকতে পারে।
আরও পড়ুন - Healthy Tips: কেন দিনের শুরুটা একমুঠো বাদাম দিয়ে করবেন? জানাচ্ছেন পুষ্টিবিদরা
৬. সবশেষে বাথরুম পরিস্কার করে নিতে হবে অবশ্যই।
৭. অতিথি আসার আগে পুরো বাড়িতে ভালো করে রুম ফ্রেশনার দিয়ে দিতে ভুলবেন না।