Diabetes : ডায়াবেটিসের এই ওষুধেই সর্বনাশ ! এক ধাক্কায় বাড়ছে হার্টের ভয়ঙ্কর অসুখের ঝুঁকি, গবেষণায় বড় তথ্য
Diabetes Drug Risk : টাইপ ২ ডায়াবেটিস একটি সাধারণ দীর্ঘস্থায়ী রোগ । এর প্রকোপ সারা বিশ্বে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের করোনারি ইস্কেমিয়া, স্ট্রোক এবং হার্ট ফেইলিউর সহ প্রতিকূল কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়।

ডায়াবেটিস । এক অসুখে একের পর অর্গান হতে পারে বিকল। ডায়াবেটিস বাড়িয়ে দেয় হার্টের অসু্খের ঝুঁকিও , বলছে গবেষণা। তবে ডায়াবেটিসের ওষুধ থেকে হার্টের অসুখ ? সে তো সর্বনাশ । মার্কিন যুক্তরাষ্ট্রে এমনই এক অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। টাইপ ২ ডায়াবেটিসের ওষুধ - গ্লিপিজাইড - হৃদরোগের আশঙ্কা নাকি বাড়িয়ে দিচ্ছে এক ধাক্কায়। দাবি একটি গবেষণায়। ম্যাস জেনারেল ব্রিগহামের গবেষকরা বিভিন্ন সালফোনিলুরিয়া দিয়ে চিকিৎসা করা প্রায় ৫০,০০০ রোগীর দেশব্যাপী তথ্য জোগাড় করে পরীক্ষা করেছেন।
গবেষণায় দেখা গিয়েছে, ডাইপেপটিডিল পেপটিডেস-৪ (ডিপিপি-৪) ইনহিবিটরের তুলনায় গ্লিপিজাইড ব্যবহারে হৃদরোগ বাড়ে। এই ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করেন এমন মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে আকছার। JAMA নেটওয়ার্কে এই গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মতো কার্ডিওভাসকুলার অসুখ হওয়ার ঝুঁকি বেশি , বলেছেন BWH এন্ডোক্রিনোলজি বিভাগের সংশ্লিষ্ট লেখক আলেকজান্ডার টারচিন। যদিও তিনি এও বলেছেন, যদিও সালফোনিলুরিয়া একটি জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের ডায়াবেটিসের ওষুধ। তবুও ডাইপেপ্টিডিল পেপটিডেস 4 ইনহিবিটরের মতো বিকল্পের তুলনায় এটি হার্টের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে, সেই বিষয়ে যথেষ্ট তথ্যের অভাব রয়েছে।
টাইপ ২ ডায়াবেটিস একটি সাধারণ দীর্ঘস্থায়ী রোগ । এর প্রকোপ সারা বিশ্বে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের করোনারি ইস্কেমিয়া, স্ট্রোক এবং হার্ট ফেইলিউর সহ প্রতিকূল কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই ডায়াবেটিসের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ দিক হল কার্ডিওভাসকুলার ঝুঁকি হ্রাস করা। গবেষণায় টাইপ ২ ডায়াবেটিস এবং মাঝারি কার্ডিওভাসকুলার ঝুঁকিতে আক্রান্ত ৪৮,১৬৫ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। তারা সারা দেশে ১০টি ভিন্ন গবেষণা কেন্দ্রে চিকিৎসা পেয়েছিলেন। গবেষকরা ডায়াবেটিসের একটি প্রাথমিক ওষুধ মেটফর্মিন ছাড়াও বিভিন্ন সালফোনিলুরিয়া (গ্লাইমেপিরাইড, গ্লিপিজাইড, বা গ্লাইবারাইড) বা DPP4i দিয়ে চিকিৎসা করেন। তারপর সেই রোগীদের মধ্যে কার্ডিওভাসকুলার অসুখের ঝুঁকি বাড়ল কিনা, তা নিয়ে গবেষণা করেন। দেখা যায়, গ্লিপিজাইড ব্যবহারকারীদের DPP4i এর তুলনায় হৃদরোগের ঝুঁকি ১৩ শতাংশ বেশি ছিল। গ্লাইমেপিরাইড এবং গ্লাইবারাইড তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে। তবে এই বিষয়ে আরও বিস্তারে গবেষণা হবে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















