Covid scare: ' মেডিক্যাল অক্সিজেনের নিয়মিত সরবরাহ নিশ্চিত করুন ' , রাজ্যগুলিকে চিঠি দিয়ে বলল কেন্দ্র
Coronavirus : মহামারী যদি আবার মাত্রা ছাড়ায়, তবে নিয়মিত মেডিকেল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র।
নয়াদিল্লি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শনিবার (২৪ ডিসেম্বর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল, প্রয়োজন পড়লে রাজ্যগুলি যেন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করতে পারে।
কোভিড -১৯ (Covid-19) মহামারী যদি আবার মাত্রা ছাড়ায়, তবে নিয়মিত মেডিকেল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র। সংবাদ সংস্থা ANI এই রিপোর্ট প্রকাশ করেছে।
মঙ্গলবার (27 ডিসেম্বর) দেশব্যাপী কোভিড -১৯ মহামারী মোকাবিলায় মক ড্রিলের আগে এই বিজ্ঞপ্তি এল। চিন এবং অন্যান্য কিছু দেশে কোভিড-১৯-এর ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হাসপাতালে জরুরি মক ড্রিল এবং জরুরি ভিত্তিত কোভিডের ন্যাজাল ভ্যাকসিনের বুস্টার ডোজের অনুমোদন সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে ফের একবার মাত্রা ছাড়া সংক্রমণ, মৃত্যুমিছিল দেশবাসীকে দেখতে না হয়।
আরও পড়ুন :
২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০১, আদৌ কতটা ভয়ের পরিসংখ্যান ?
The Ministry of Health and Family Welfare writes to all States/UTs to ensure a functional and regular supply of medical oxygen for Covid19 pandemic management pic.twitter.com/WFQC8LlqTs
— ANI (@ANI) December 24, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। অক্সিজেন প্লান্ট, ভেন্টিলেটর, অন্যান্য ব্যবস্থা, সেই সঙ্গে জরুরি পরিস্থিতিতে কাজ করার জন্য বহু চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীও প্রয়োজন হয় মহামারী পরিস্থিতিতে। তার জোগান যেন যথেষ্ট থাকে, তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। তার জন্যই আগামী মঙ্গলবার থেকে সারা দেশে একটি মক ড্রিল করা হবে। খবর সরকারি সূত্রে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্র জানিয়েছে যে ক্রিসমাস এবং নববর্ষের আনন্দের জন্য নতুন নির্দেশিকা তৈরি করা হচ্ছে। অন্যান্য পদক্ষেপের মধ্যে, স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছিল যে ভারত বায়োটেকের ইন্ট্রা ন্যাজাল কোভিড ভ্যাকসিন ১৮ বছরের বেশি বয়সীদের উপর প্রয়োগ করা যাবে বুস্টার ডোজ হিসাবে । এই টিকাদান কর্মসূচিতে উৎসাহ প্রদান করা হচ্ছে । যারা Covishield এবং Covaxin নিয়েছেন তারা হেটেরোলগাস বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিন নিতে পারেন। এই টিকা বেসরকারি কেন্দ্রে পাওয়া যাবে। শুক্রবার সন্ধে থেকে কোউইন প্ল্যাটফর্মে এটির বুকিং করা যাবে। অনুনাসিক ভ্যাকসিন - BBV154 - বুস্টার ডোজ হিসাবে ১৮বছরের বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের জন্য নভেম্বর মাসে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কাছ থেকে অনুমোদন পেয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )