এক্সপ্লোর
Hair Care Tips: ডান না বামদিকে? চুলে সিঁথি কাটার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন...
Healthy Hair: সিঁথি কাটা নিয়ে কম প্রশ্ন নেই। কী বলছেন বিশেষজ্ঞরা? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

মানুষ বিশেষে চুল আঁচড়ানোর ধরনও আলাদা হয়। কেউ মাঝখানে সিঁথি কাটেন, কেউ আবার ডান বা বাম দিকে।
2/10

কেউ কেউ আবার সিঁথির একেবারে বিরুদ্ধে। এতে চুল ঝরে, সিঁথি চওড়া হতে শুরু করে বলে মত তাঁদের।
3/10

চুল আঁচড়ানোর সময় কোন দিকে সিঁথি কাটা হবে, তা অনেক কিছুর উপর নির্ভর করে। এ ব্যাপারে এক-একজনের, এক-একরকমের মত।
4/10

সাজসজ্জার ব্যাপারে সাধারণ ধারণা আছে যাঁদের, তাঁদের মতে, বাঁ দিকে সিঁথি করলে চেহারায় পুরুষালি ভাব ফুটে ওঠে। দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়।
5/10

ডান দিকে সিঁথি কাটলে চেহারায় না কি বেশ পরিবর্তন আসে! এতে মুখের মধ্যে মমত্ব ফুটে ওঠে, মানুষটিকে অনেক বেশি স্বতস্ফূর্ত বলে মনে হয়।
6/10

যাঁদের মুখ ডিম্বাকার, গোল বা হার্ট শেপের, তাঁদের ক্ষেত্রে মাঝখানে সিঁথি করলে দেখতে ভাল লাগে বলে মনে করা হয়। তবে মাঝখানে সিঁথি কাটলে চুল ঝরে বলে মত অনেকের।
7/10

তবে বিশেষজ্ঞদের মতে, সিঁথি কাটার উপর চুলের বৃদ্ধি নির্ভর করে না যদিও। কিন্তু দীর্ঘদিন একভাবে সিঁথি কাটা উচিত নয়।
8/10

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন একভাবে সিঁথি কাটলে, এক জায়গার চুলের উপরই টান পড়ে। তাতেই সিঁথি চওড়া হতে শুরু করে।
9/10

শক্ত করে চুল বাঁধলেও, মাথা ফাঁকা হওয়ার ঝুঁকি থাকে। সেই কারণে হালকা হাতে বাঁধা খোপার দিকে ঝুঁকতে শুরু করেছেন অনেকে।
10/10

ভিজে চুল আঁচড়ানো নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আবার একবাবে সিঁথি কেটে রোদে বেরোলে স্ক্যাল্পের ক্ষতিও হয়। চুলে সানস্ক্রিন লাগানো না গেলেও, সানস্ক্রিন পাওডার কিনতে পাওয়া যায়। তাতেও বিপদ এড়ানো সম্ভব। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 11 Jan 2025 10:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
