Coronavirus : কোভিডে আক্রান্ত হলে খারাপ হচ্ছে বীর্য, চ্যালেঞ্জের মুখে প্রজনন ক্ষমতা, বলছে AIIMS এর গবেষণা
Covid Impact Semen Quality : গবেষকরা বীর্যের গুণমান এবং শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন সূচকের উপর রোগের প্রভাবের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান।
নয়াদিল্লি : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের গবেষকরা এক গবেষণার পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন। গবেষকরা ৩০ জন পুরুষের উপর একটি সমীক্ষা চালান। SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণে পুরুষের বীর্যের গুণমানে প্রভাব পড়তে পারে বলে দাবি গবেষণায়।
বীর্যে SARS-CoV-2 এর উপস্থিতি শীর্ষক একটি গবেষণাপত্রে আছেটা কী
AIIMS পটনার গবেষকদের নেতৃত্বে দল রিসার্চটি করেন। তাতে দেখা গিয়েছে, COVID-19 অণ্ডকোষের টিস্যুতে অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম -2 রিসেপ্টর (ACE2) এর মাধ্যমে অনেক ক্ষতিসাধন করতে পারে। কিউরিয়াস জার্নাল অফ মেডিক্যাল সায়েন্সে প্রকাশিত এই গবেষণাপত্রে, কোভিড-১৯ আক্রান্ত পুরুষের বীর্যে SARS-CoV-2 এর উপস্থিতি শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।
গবেষকরা বীর্যের গুণমান এবং শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন সূচকের উপর রোগের প্রভাবের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। করোনা আক্রান্ত পুরুষদের স্পার্ম কাউন্ট নিয়ে সমীক্ষা চালান ভারতীয় বিশেষজ্ঞদের একটি দল। AIIMS পটনা হাসপাতালে নিবন্ধিত ১৯ থেকে ৪৫ বছর বয়সী ত্রিশ জন COVID-19 আক্রান্ত পুরুষ রোগীর উপর ২০২০ সালের অক্টোবর থেকে এপ্রিল ২০২১ এর মধ্যে গবেষণাটি করা হয়।
আরও পড়ুন :
ইয়ামি গৌতম আক্রান্ত ত্বকের রোগ কেরাটোসিস পিলারিসে, আপনারও এমনটা হয় কি ?
কী বলছে শুক্রাণুর নমুনা
গবেষকরা জানিয়েছেন, "আমরা সমস্ত বীর্যের নমুনার উপর একটি রিয়েল-টাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেস পরীক্ষা করেছি। শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন সূচক সহ বিস্তারিত বীর্য বিশ্লেষণ করা হয়। ''
তবে গবেষকরা জানান, প্রথম নমুনা নেওয়ার ৭৪ দিন পর, দ্বিতীয় নমুনায় সমস্ত পরীক্ষা আবার করা হয়।সেখানে দেখা যায়, সবদিক থেকে বীর্যের গুণমানের অবনতি হয়েছে। প্রথম নমুনাতে, বীর্যের পরিমাণ, প্রাণশক্তি, গতিশীলতা, শুক্রাণুর ঘনত্ব এবং মোট শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল, বলে গবেষকরা জানান। তারপর ৭৪ দিন পরের নমুনায় বীর্যে সার্স-কোভ-২ ভাইরাস না পাওয়া গেলেও, বীর্যের গুণমান অত্যন্ত খারাপ ছিল। তবে দেখা গিয়েছে পরের নমুনাতে বীর্যের সংমিশ্রণ ডিএনএ ফ্র্যাগমেন্টেশন সূচক, বীর্যের তরল হওয়ার সময়, বীর্যের সান্দ্রতা এবং লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেয়েছে। গবেষকরা আরও জানান, প্রথম ও দ্বিতীয় কোনও নমুনাতেই বীর্যে SARS-CoV-2 খুঁজে পাওয়া যায়নি। তবে , দ্বিতীয় নমুনা পর্যন্ত বীর্যের গুণমান খারাপ ছিল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )