এক্সপ্লোর
Advertisement
Curly Hair Care Tips: কোঁকড়ানো চুলের পরিচর্যায় কোন কোন ভুল করা যাবে না, জেনে নিন সহজ টিপস
Curly Hair: কোঁকড়ানো চুল আঁচড়ানোর ক্ষেত্রেও সতর্ক থাকুন। ধৈর্য্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে নিতে হবে।
Curly Hair Care Tips: কোঁকড়ানো চুলে (Curly Hair) যাঁদের রয়েছে তাঁদের একটু বেশি যত্নশীল হতে হবে চুলের প্রতি। পরিচর্যার (Hair Care Tips) সময় কয়েকটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কীভাবে কোঁকড়ানো চুল ভাল রাখবেন জেনে নিন।
কোঁকড়ানো চুল ভাল রাখার জন্য কী কী নিয়ম মেনে চলা জরুরি
- কোঁকড়ানো চুলে শ্যাম্পু করা বেশ ঝক্কির ব্যাপার। খেয়াল রাখবেন শ্যাম্পু যেন ভালভাবে ধুয়ে নেওয়া হয়। কোঁকড়ানো চুলে সহজে ধুলো, ময়লা জমে চুলে জট পড়ে যেতে পারে। তাই কোঁকড়ানো চুল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
- শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাহলে কোঁকড়ানো চুল নরম, মোলায়েম থাকবে। রুক্ষ, শুষ্ক হয়ে যাবে না।
- কোঁকড়ানো চুল খুলে রাখার পরিবর্তে বেঁধে রাখাই ভাল। বিশেষ করে যখন বাড়ির বাইরে বেরোবেন তখন। এর ফলে ধুলো থেকে রক্ষা পাবে আপনার চুল।
- কোঁকড়ানো চুল আঁচড়ানোর ক্ষেত্রেও সতর্ক থাকুন। ধৈর্য্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে নিতে হবে।
- যাঁদের কোঁকড়ানো চুল রয়েছে তাঁরা চেষ্টা করুন শ্যাম্পু করার আগে চুলে অতি অবশ্যই তেল ম্যাসাজ করতে। নারকেল তেল হাল্কা গরম করে স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু এবং চুলের অংশে ব্যবহার করতে পারেন।
- ভেজা অবস্থাতে কোনওভাবেই কোঁকড়ানো চুল আঁচড়াবেন না। বড় দাঁড় যুক্ত চিরুনি দিয়ে কোঁকড়ানো চুল আঁচড়াতে পারলে সবচেয়ে ভাল হবে।
- কোঁকড়ানো চুলে স্প্লিট এন্ডস অর্থাৎ ডগা ফেটে যাওয়ার সমস্যা বাড়ে। তাই মাঝে মাঝে চুলের তলার অংশ ছেঁটে নিতে হবে।
- যাঁদের কোঁকড়ানো চুল তাঁরা স্নানের পর চুলের জল মোছার জন্য নরম সুতির গামছা ব্যবহার করুন। চুলে গামছা কিংবা তোয়ালে পেঁচিয়ে রাখবেন না।
- কোঁকড়ানো চুলে জট পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর এই জট ছাড়ানোর সময় চুল ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকে। তাই কোঁকড়ানো চুলের জট ছাড়াতে সতর্ক থাকুন।
আরও পড়ুন- সর্দি-কাশির সমস্যায় ঠিক কতটা কাজে লাগে আদা? কীভাবে আরাম দেয় এই উপকরণ?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement