Bleeding Gum Problem: ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে কেন? কী কী কারণ রয়েছে এর পিছনে
Bleeding Gum Causes: একাধিক কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সেগুলি কী কী, জেনে নিন।

Bleeding Gum Problem: অনেকের ক্ষেত্রেই দেখা যায় দাঁত মাজার সময় মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। সামান্য অসুবিধা ভেবে এইসব সমস্যা বেশিরভাগ সময়েই আমরা অবহেলা করে থাকি। মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা কখনই অবহেলা করার নয়। বরং সঠিক সময়ে সতর্ক হওয়া প্রয়োজন। যত্ন নিতে হবে দাঁত এবং মাড়ির। এছাড়াও যদি মাড়ি থেকে ক্রমাগত রক্ত পড়ার সমস্যা দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কেন এই সমস্যা দেখা যায়, জেনে নিন কারণগুলি
- ভিটামিন সি এবং ভিটামিন কে - এই দুই ভিটামিনের ঘাটতি শরীরে দেখা দিলে মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা যায়।
- অনেকেই খুব জোরে চেপে এবং ঘষে দাঁত ব্রাশ করেন। এই অভ্যাস থাকলেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
- দাঁতের পাশাপাশি মাড়ি পরিষ্কার করা অবশ্যই জরুরি। তবে তা টুথব্রাশ দিয়ে করলে রক্ত পড়বে। ব্যবহার করুন হাতের আঙুলের।
- মাড়িতে কখনই খুব জোরে চাপ দিয়ে কোনও কাজ করবেন না। এর ফলেও মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।
- ডায়াবেটিসের সমস্যা থাকলে, রক্ত সংক্রান্ত কোনও অসুবিধা (ব্লাড ডিস-অর্ডার) থাকলেও মাড়ি থেকে রক্ত ঝরতে পারে ব্রাশ করার সময়।
- ভালভাবে মুখের ভিতরের অংশ পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে মাড়িতে। তার ফলেও রক্ত পড়তে পারে। ব্লাড থিনারের কাজ করে এমন ওষুধ থেকে সাবধানে থাকুন।
- অনেকসময় কোনও ওষুধ টানা অনেকদিন খেলেও মাড়ি থেকে রক্ত পড়ার এই সমস্যা দেখা দিতে পারে। কোনও ওষুধ অল্পদিন খেলেও তার রিঅ্যাকশনে এই সমস্যা হতে পারে।
- আমাদের শরীরে বিভিন্ন পর্যায়ে হরমোনের ক্ষরণে তারতম্য, সমস্যা দেখা দিতে পারে। এই কারণেও মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে।
- অনেকে দাঁতের সঠিক আকার-আকৃতি বজায় রাখার জন্য ব্রেস কিংবা ক্লিপ পরেন। এগুলি সঠিক ভাবে সেটিং না হলেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে খোঁচা লেগে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
- এছাড়াও মাড়িতে ইনফেকশন হলে তা ফুলে যেতে পারে। তীব্র যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আপনি। আবার রক্তও পড়তে পারে মাড়ি থেকে। অতএব সঠিকভাবে যত্ন নেওয়া খুব দরকার।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















