Dry Eye Remedies: চোখের কঠিন রোগকে শায়েস্তা করছে ক্যাস্টর অয়েল ! খোঁজ বিজ্ঞানীদের
Dry Eye Issue and Treatment: চোখের কঠিন রোগের অন্যতম ড্রাই আইজ। এর চিকিৎসাতেই ব্যবহার করা হল ড্রাই আইজ।
কলকাতা: অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটাঘাঁটি চলছে। অথবা কম্পিউটারের সামনে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে। এর থেকেই ধীরে ধীরে চোখে জ্বালা দিতে থাকে। চিকিৎসকদের কথায়, যা ড্রাই আই। ‘ড্রাই আইজ’ আর চোখের জল কমে এলে এই সমস্যা হয়। তবে বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে পারে। মেনোপজের পর মহিলারা এই সমস্যায় ভুগতে পারেন। তবে এই রোগের সুরাহা পেতে পারেন ক্যাস্টর অয়েলে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি আব অকল্যান্ডে এই নিয়ে একটি পরীক্ষা তাতেই নতুন করে জানা গেল ক্যাস্টর অয়েলের গুণ।
চোখের চিকিৎসায় ক্যাস্টর অয়েল ?
ক্যাস্টর অয়েলের গুণ নিয়ে এর আগেও পরীক্ষা নিরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তার বেশ কয়েকটি গুণ যেমন দেখা গিয়েছে, তেমনই দেখা গিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। বতে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পরীক্ষা তার থেকে কিছুটা আলাদা। একটি ছোট গ্রুপের এই পরীক্ষা করা হয়। ক্যাস্টর অয়েল সমৃদ্ধ একটি উপকরণের সাহায্যে এই রোগের চিকিৎসা করেন বিজ্ঞানীরা। তাতেই সাফল্য মিলেছে।
ড্রাই আইয়ের অন্য চিকিৎসায় কী সমস্যা ?
এএনআই সংবাদমাধ্যমকে গবেষক বলেন, ড্রাই আইয়ের জন্য কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ প্রচলিত রয়েছে। তবে এগুলোর কোনওটাই দীর্ঘ মেয়াদি ওষুধ হিসেবে ঠিকমতো কাজ করে না। এর ফলে রোগীরা প্রায়ই বিপদে পড়েন। একটা সময়ের পর ড্রাই আইজ ক্রনিক রোগে পরিনত হয়। তার পিছনে অবশ্য বেশ কিছু করণ রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
বয়স বাড়লেও হতে পারে ড্রাই আইজ
বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যে। অন্যদিকে মহিলাদের মধ্যে মেনোপজের সর থেকেই এই সমস্যা মাথা চাড়া দিতে থাকে। ৫০ বছরের কোঠা পেরোলে ৫৮ শতাংশ নাগরিকই এই সমস্যায় ভুগতে থাকেন। তবে বয়সজনিত কারণ ছাড়াও আরেকটা কারণ অতিরিক্ত স্ক্রিনটাইম। এছাড়াও কনট্যাক্ট লেন্স পরলেও সমস্যা হতে পারে।
ব্লেফারিটিসের চিকিৎসা
এই সমস্যা ব্লেফারিটিসের থেকেও হতে পারে। ব্লেফারিটিস চোখের অশ্রুগ্রন্থির একটি রোগ। এই রোগের এখনও কোনও চিকিৎসা নেই। তবে সাম্প্রতিক সমীক্ষায় সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ান গবেষক দল। ক্যাস্টর অয়েল দিয়ে তৈরি ওষুধ কাজ করেছে রোগীদের উপর। এই পরীক্ষার সাফল্যের ভিত্তিতেই আগামীদিনে আরও বড় পরীক্ষার পরিকল্পনাও করেছেন বিজ্ঞানীরা। অন্ধত্ব ঘটিত সমস্যা নিয়ে পরবর্তী গবেষণার পরিকল্পনা রয়েছে তাঁদের।
(তথ্যসূত্র - এএনআই)
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - BP Drug for Breast Cancer: রক্তচাপের এই বিশেষ ওষুধে কমবে স্তন ক্যানসার ? নয়া দিশা দেখাচ্ছে ভারতীয় গবেষক
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )