২০২২-এ কবে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো? মহালয়া থেকে দশমী কোন দিন পড়ছে জেনে নিন বিশদে
প্রতিমা বিসর্জন হয়ে গেলেই তো আসছে বছর আবার হবে। তো আগামী বছর কবে থেকে শুরু হবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো?
কলকাতা : গত দুটো বছর ধরে চলছে করোনা অতিমারির প্রকোপ। সংক্রমণের আশঙ্কায় গত বছর বলতে গেলে নাম মাত্র আয়োজিত হয়েছিল সমস্ত উৎসব। বাদ যায়নি দুর্গাপুজোও (Durga Puja 2022)। সেখানেও তেমন কোনও জাঁকজমক দেখা যায়নি। সাদামাটাভাবে আয়োজিত হয় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, যার জন্য সমস্ত বাঙালিরা অপেক্ষা করে বসে থাকেন। চলতি বছর যদিও কোভিড বিধি মেনে কিছু জাঁকজমকভাবেই আয়োজিত হয়েছে দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে বারবার কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি উৎসবের দিনগুলোয় বাড়িতে থাকার কথাও বলা হয়েছে। কারণ, করোনা অতিমারি জের এখনও কেটে যায়নি। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ আসারও সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাই উৎসব আসলেও সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। চলতি বছরের দুর্গাপুজো আনন্দে উৎসবে কেটে গেল প্রায়। নবমীর রাত থেকেই শুরু হয়ে যায় বিষাদের ছোঁয়া। প্রতিমা বিসর্জন হয়ে গেলেই তো আসছে বছর আবার হবে। তো আগামী বছর কবে থেকে শুরু হবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২২-র দুর্গাপুজো শুরু আগে মহালয়া হতে চলেছে ২৫ সেপ্টেম্বর। দিনটাও পড়েছে রবিবার। বহু বাঙালিই মহালয়ার দিনটাতে কেনাকাটা করে থাকেন। তাই আগামী বছর য়ে মহালয়ার দিন কেনাকাটা করতে গিয়ে যে বেশ ভিড়ের মধ্যেই পড়তে হবে, তা বোঝাই যাচ্ছে। সাধারণত মহালয়ার এক সপ্তাহ পর থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজো। তাই আগামী বছর পঞ্চমী থেকে দশমী পড়তে চলেছে যে দিনগুলোয়-
১. আগামী বছর দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে ৩০ সেপ্টেম্বর, শুক্রবার।
২. আগামী বছর দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার।
৩. আগামী বছর দুর্গাপুজোর সপ্তমী পড়েছে ২ সেপ্টেম্বর, রবিবার।
৪. আগামী বছর দুর্গাপুজোর অষ্টমী পড়েছে ৩ অক্টোবর, সোমবার।
৫. আগামী বছর দুর্গাপুজোর নবমী পড়েছে ৪ অক্টোবর, মঙ্গলবার।
৬. আগামী বছর দুর্গাপুজোর বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, বুধবার।