এক্সপ্লোর
Advertisement
Hair Care Tips: চুলের গ্রোথ বাড়ানোর জন্য ঘরোয়া উপায়ে কী কী করতে পারেন?
Hair Care Tips: যাঁদের চুলের গ্রোথ সঠিক ভাবে হয় না, অর্থাৎ চুল বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা রয়েছে তাঁরা কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে চুলের অনেক সমস্যারই সমাধান হবে।
Hair Care Tips: চুলের বিভিন্ন সমস্যায় আজকাল নারী, পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই নাজেহাল। কারও চুল অকালে পেকে যাচ্ছে কেউ বা চুল পড়ার সমস্যায় জর্জরিত। কারও ক্ষেত্রে আবার চুল (Hair Care) অতিরিক্ত মাত্রায় রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার চুল একেবারেই বাড়তে চায় না। এছাড়াও খুশকির সমস্যা, চুলের ডগা ফেটে যাওয়া, চুলে লালচে ভাব- এইসব সমস্যা তো রয়েইছে। যাঁদের চুলের গ্রোথ সঠিক ভাবে হয় না, অর্থাৎ চুল বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা রয়েছে তাঁরা কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে চুলের অনেক সমস্যারই সমাধান হবে।
- হেয়ার গ্রোথ বা চুলের বৃদ্ধি যাতে সঠিকভাবে হয় সেইজন্য ব্যবহার করতে পারেন Argan Oil. এই তেল চুলের লেংথ পোরশন অর্থাৎ লম্বা অংশে ব্যবহার করতে হবে। স্ক্যাল্প বা মাথার তালুতে যাতে না লাগে সেইদিকে নজর দিতে হবে। এই তেল মাথায় লাগানোর পর বেশ খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে নেওয়া প্রয়োজন। নিয়মিত ভাবে এই তেল ব্যবহার করলে ভাল হেয়ার গ্রোথ হবে।
- নারকেল তেল চুলের পক্ষে সবসময়েই ভাল। চুলে পুষ্টি জোগায় নারকেল তেল। এর পাশাপাশি চুল পড়া কমায়, চুলের টেক্সচার ভাল করে, খুশকির সমস্যা দূর করে, চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে। শ্যাম্পু করার আগে চুলে ভাল করে নারকেল তেল ম্যাসাজ করে নিন। প্রয়োজনে হাল্কা গরম করে নিতে পারেন। এরপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এর ফলে চুলের গ্রোথ ভাল হবে।
- পেঁয়াজের রস- যাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে বা চুল একেবারেই বাড়তে চায় না, তাঁরা চুলে পেঁয়াজের রস ব্যবহার করে দেখতে পারেন। পেঁয়াজ থেঁতো করে বা বেটে নিয়ে সেই রস মাথার তালু বা স্ক্যাল্পে লাগান। এছাড়াও চুলের লম্বা অংশেও লাগাতে পারেন। এর ফলে চুলের গ্রোথ ভাল হবে। চুল পড়ার সমস্যা কমে।
- লেবুর রস- পাতিলেবুর রস খুব ভাল কন্ডিশনারের কাজ করে। এছাড়াও দূর করে খুশকির সমস্যা। চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করতেও সাহায্য করে। শ্যাম্পু করার আগে ভাল ভাবে চুলে এবং স্ক্যাল্পে লেবুর রস লাগিয়ে নিন। এরপর মিনিট ১৫ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এর ফলে উপকার পাবেন।
- অ্যালোভেরা জেল শুধু ত্বক নয় চুলের জন্যেও উপকারি। তাই এই অ্যালোভেরা জেল চুলে ম্যাসাজ করতে পারেন। চুলের হাজার সমস্যার সমাধান হবে এর মাধ্যমে। চুলের লেংথ পোরশনের পাশাপাশি স্ক্যাল্পেও লাগাতে পারেন অ্যালোভেরা জেল। তারপর মিনিট ১৫ রেখে ভালভাবে পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন- কেন দেখা দেয় স্ট্রেচ মার্ক? কীভাবে দূর করবেন এই দাগ?
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement