Hair Mask: চুলের পরিচর্যায় কীভাবে কাজে লাগে হেয়ার মাস্ক? বাড়িতে কফি দিয়েই তৈরি করতে পারবেন হেয়ার মাস্ক, আর কী কী উপকরণ লাগবে?
Hair Care Tips: ত্বকের ক্ষেত্রে এক্সফোলিয়েটর বা স্ক্রাবের কাজ করে কফি। চুলের যত্নেও নানা ভাবে কাজে লাগে কফি। বাড়িতে কফি দিয়ে কীভাবে হেয়ার মাস্ক তৈরি করবেন দেখে নেওয়া যাক।
Hair Mask: চুলের যত্নের (Hair Care Tips) জন্য হেয়ার মাস্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। চুলে রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে হেয়ার মাস্ক (Hair Mask)। চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পড়ার সমস্যাও কমায় হেয়ার মাস্ক। এছাড়াও স্ক্যাল্প এক্সফোলিয়েশনের কাজও করে হেয়ার মাস্ক। এর পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়ায়। বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করার জন্য কফি ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আর কী কী উপকরণ মিশিয়ে সহজে হেয়ার মাস্ক তৈরি করতে পারবেন একনজরে দেখে নিন। কফি দিয়ে হেয়ার মাস্ক তৈরি করা যায় বাড়িতেই। এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেওয়া প্রয়োজন। ত্বকের ক্ষেত্রে এক্সফোলিয়েটর বা স্ক্রাবের কাজ করে কফি। চুলের যত্নেও নানা ভাবে কাজে লাগে কফি। বাড়িতে কফি দিয়ে কীভাবে হেয়ার মাস্ক তৈরি করবেন এবং এর সঙ্গে আর কী কী উপকরণ মেশালে চুলের পরিচর্যা সঠিকভাবে হবে, দেখে নেওয়া যাক।
- কফির সঙ্গে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। গুঁড়ো কফির মধ্যে মধু এবং অলিভ অয়েল মেশাতে হবে। কফির গুঁড়ো যত মিহি হবে চুলের যত্নের জন্য তত ভাল। এক চা-চামচ পরিমাপে কফির গুঁড়ো, মধু এবং অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। কয়েকদিন ব্যবহার করলেই ফিরবে চুলের জেল্লা।
- কফির গুঁড়োর সঙ্গে পাতিলেবুর লেবুর রস এবং ইয়োগার্ট মিশিয়েও বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যাক হেয়ার মাস্ক। ইয়োগার্টের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। এক কাপ ইয়োগার্ট বা টক দইয়ের মধ্যে এক চা- চামচ কফির গুঁড়ো এবং এক চামস পাতিলেবুর রস মিশিয়ে এই হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। চুলে লাগিয়ে রাখুন ৩০ থেকে ৪০ মিনিট। হাল্কা শ্যাম্পু এবং সামান্য গরম জলের সাহায্যে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- এক চা-চামচ কফির সঙ্গে একটি ডিমের কুসুম মিশিয়ে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক। এর সাহায্যে বাড়বে চুলের জেল্লা। কফির সঙ্গে লেবুর রস এবং দারচিনির গুঁড়ো মিশিয়েও হেয়ার মাস্ক তৈরি করা যায় যা চুলে যত্নে কাজে লাগবে। মেয়োনিজ, গ্লিসারিন এবং কফির গুঁড়ো মিশিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক। এক চামচ করে নিতে হবে উল্লিখিত তিনটি উপকরণ। মিশ্রণ ৩০ থেকে ৪০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই মিলবে উপকার।