Happy Kiss Day 2021: শুভেচ্ছা জানান প্রিয়জনকে, কিছু টিপস
ভ্যালেন্টাইন্স উইকের এই দিনে ভাষায় নয়, প্রেমের প্রকাশ হোক একটু অন্যভাবে। ভালবাসার এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান প্রিয় মানুষকে।
![Happy Kiss Day 2021: শুভেচ্ছা জানান প্রিয়জনকে, কিছু টিপস Happy Kiss Day 2021 Photos Kiss Day Celebration wishes quotes status messages Happy Kiss Day 2021: শুভেচ্ছা জানান প্রিয়জনকে, কিছু টিপস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/13/08ee6aa8b32bb65a50ba382bcc139306_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাতাসে বসন্তের আনাগোনা। ভ্যালেন্টাইন্স উইক প্রায় শেষের দিকে। আর আজ কিস ডে। ভ্যালেন্টাইন্স উইকের এই দিনে ভাষায় নয়, প্রেমের প্রকাশ হোক একটু অন্যভাবে। ভালবাসার এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান প্রিয় মানুষকে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুম্বন কবিতার লাইনের ধরে প্রিয় মানুষকে বলতে পারেন, “অধরের কানে যেন অধরের ভাষা/দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে-/গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা/তীর্থযাত্রা করিয়াছে অধরসংগমে।/ দুটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে/ ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে...“
প্রিয়জনকে শোনাতে পারেন কবীর সুমনের গান- ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর/ প্রেমের পদ্যটাই বিদ্রোহ/ আর চুমুর দিব্যি/ শুধু তোমাকেই চাই.../
আজ ভালবাসার মানুষকে বলতে পারেন- চুম্বনই ভালবাসার সবথেকে পবিত্র প্রকাশ। হ্যাপি কিস ডে।
চুম্বনের বিশেষ মুহূর্ত জীবনের সেরা অনুভূতি। হ্যাপি কিস ডে।
হৃদয়ের ভালবাসার সঙ্গে জানাচ্ছি কিস ডে-র শুভেচ্ছা।
চুম্বনের মাধ্য়মে আমার দিন আরও বেশি উজ্জ্বল হয়। হ্যপি কিস ডে।
আমার কাছে স্বর্গীয় অনুভূতি ভালবাসা মানুষকে ছোঁয়া। হ্যপি কিস ডে।
চুম্বনের মুহূর্ত স্থির হয়ে থাক।
ভালবাসার মানুষকে শোনান কবি সুজাতা গঙ্গোপাধ্য়ায়ের কবিতা। তাঁকে বলুন, “তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো/ যদিও এ প্রথমবার নয়,/চুম্বন তো আগেও বহুবার/ এবার ঠোঁটে মিলেছে আশ্রয়..“
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)