এক্সপ্লোর
Raw Milk Benefits: খালি পেটে এক গ্লাস কাঁচা দুধ, চমকে দেওয়ার মতো ফল মিলবে হাতেনাতে
Health Tips: কেন খাবেন কাঁচা দুধ? খালি পেটে খেলে মিলবে কী কী উপকার?

ফাইল ছবি
1/8

দুধকে বলা হয়ে থাকে সুষম খাদ্য। অর্থাৎ এর থেকে সবরকম পুষ্টিগুণ পাওয়া যায়। সাধারণত দুধ ফুটিয়ে গরম করে খাওয়া হয়। তবে খাওয়ার ধরণ পরিবর্তন করলে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে।
2/8

প্রশ্ন হল, কাঁচা দুধ শরীরের পক্ষে কতটা উপকারী। সরাসরি এই দুধ খেতে হয়। অর্থাৎ পাস্তুরাইজড নয়। ব্যাক্টেরিয়া মেরে ফেলার গুণ রয়েছে এতে। পাশাপাশি প্রসেস করা বা ফোটানো না হওয়ায়, প্রাণীর শরীরে কোনও রোগ থাকলে সেই রোগ মানবদেহে চলে যেতে পারে। ফলে খাওয়ার আগে সব দিক বিবেচনা করা প্রয়োজন।
3/8

দুধে রয়েছে উচ্চ মানের প্রোটিন। যা পেশির গঠনে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন A, D এবং B12 রয়েছে দুধে। হাড়ের গঠনে সহায়ক ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। পাশাপাশি এতে উপস্থিত ফ্যাট, শরীরের প্রয়োজন। কী কী উপকার পাবেন?
4/8

কাঁচা দুধ খেলে দ্রুত পুষ্টি উপাদান শরীরের শোষিত হতে পারে। যেমন ভিটামিন A, D, E শরীরে শোষিত হয়। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। খালি পেটে খেলে সহজেই রক্তে মিশে যায়। খাবার না থাকায় ভরপুর পুষ্টি গুণ পায় শরীর।
5/8

দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল, যা শরীরের প্রয়োজন। তাই খেলে পেটে খেলে সতেজ থাকে শরীর। হজম, এনার্জি বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন প্রচুর পরিমাণে জল।
6/8

কাঁচা দুধে রয়েছে প্রোবায়োটিক এবং ল্যাকটেজ এনজাইম। যা পেটের স্বাস্থ্য ভাল রাখে এবং হজমে সাহায্য করে। তবে ল্যাক্টোজ় ইনটলারেন্সের সমস্যা যাঁদের রয়েছে, তাঁরা কাঁচা দুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
7/8

মেজাজ নিয়ন্ত্রণে রাখতে এবং মাথা ঠান্ডা রাখতে পারে কাঁচা দুধ। এতে রয়েছে ট্রিপ্টোফ্যানের মতো অ্যামিনো অ্যাসিড। খালি পেটে এই দুধ খেলে উদ্বেগ কমতে পারে। ঘুম খুব ভাল হয়। হজমের পথও সহজ করে।
8/8

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 09 Feb 2025 05:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
