Bank Close: চলতি মাসে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন তারিখগুলো
গত সপ্তাহে তিনদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। এই সপ্তাহেও বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে। ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে? তাহলে জেনে নিন চলতি সপ্তাহে এবং চলতি মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

কলকাতা: গত সপ্তাহে তিনদিন বন্ধ ছিল ব্যাঙ্ক (Bank)। এই সপ্তাহেও বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে (Bank Close)। ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে? তাহলে জেনে নিন চলতি সপ্তাহে এবং চলতি মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
চলতি মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক-
জানা যাচ্ছে, আগামী ১৮ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভুবনেশ্বর, দেরাদুন, কানপুর এবং লখনউয়েও বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আগামী ১৯ অগাস্টও থাকবে জন্মাষ্টমী তিথি। কৃষ্ণ জয়ন্তী উপলক্ষে সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আগামী ২০ অগাস্ট শ্রীকৃষ্ণ অস্টমী উপলক্ষে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অগাস্ট মাসে মোট ১৮ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
২৯ অগাস্ট শ্রীকান্ত শঙ্করদেবা তিথি উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অগাস্টও দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আরও পড়ুন - Manasha Puja: মনসা পুজোয় কোন কোন উপাচার অবশ্যই মেনে চলবেন?
স্টেট ব্যাঙ্কের ঘোষণা-
অন্যদিকে, গ্রাহকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে মাসে তিনবার দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহক। তবে কেবল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা দেওয়া হবে। ঘরে বসেই ব্যাঙ্কের অনেক পরিষেবার সুবিধা নিতে পারবেন এই গ্রাহকরা। ট্যুইটে SBI লিখেছে, ব্যাঙ্কের বিশেষভাবে সক্ষম গ্রাহকরা মাসে তিনবার বিনামূল্যে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।এসবিআই এর সঙ্গে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে এর প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এসবিআই গ্রাহকরা ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এর জন্য নিজেদের রেজিস্টার করতে পারেন। ব্যাঙ্ক এর জন্য দুটি নম্বর দিয়ে দিয়েছে। এই নম্বরগুলো হল- 18001037188 ও আপনি যদি SBI-এর ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা 18001213721-এর জন্য রেজিস্টার করতে চান, তাহলে আপনি এই নম্বরগুলিতে কল করতে পারেন। ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, ফর্ম পিকআপ, ড্রাফ্ট ডেলিভারি, টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপ, হোম ব্রাঞ্চ রেজিস্ট্রেশন পরিষেবা সহ ডকুমেন্ট পিকআপ এসবিআই ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সুখবর। ফের একবার ফিক্সড ডিপোজটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)। ১৩ অগাস্ট থেকে নতুন হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২ কোটি টাকার নিচে FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের FD-তে ব্যাঙ্ক ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক।






















